‘আগামী জাতীয় নির্বাচনে সহযোগিতা করবে ভারত’

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশের চাহিদা অনুযায়ী সহযোগিতা দেবে ভারত। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে কূটৈনতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাব আয়োজিত অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার বলেন, জঙ্গি হামলার পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে কী ধরনের সহযোগিতা প্রয়োজন তা জানতে চেয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে বাংলাদেশের চাহিদা অনুযায়ী সহযোগিতা দিয়েছে ভারত। একইভাবে আসন্ন জাতীয় নির্বাচনেও বন্ধুপ্রতিম প্রতিবেশি হিসেবে ভারত প্রয়োজনীয় সহযোগিতা দেবে।
যেকোনো সময়ের চেয়ে দুদেশের মধ্যকার সম্পর্ক এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে জানিয়ে তিনি দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
অমিমাংসিত তিস্তা চুক্তি সম্পর্কে হর্ষবর্ধন শ্রিংলা বলেন, তিস্তা চুক্তি সম্পন্ন হলে যে পরিমাণ পানি বাংলাদেশের পাওয়ার কথা এখন তার চেয়ে বেশি পাচ্ছে। তবে তিস্তা চুক্তি হওয়া প্রয়োজন। আশা করি দ্রুততম সময়ে চুক্তিটি সম্পন্ন হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন