আগামী বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে বাংলাদেশ!
প্রায় দেড় বছর আগে থেকে শুরু বাংলাদেশের বিস্ময়কর উত্থান। যেকোনো শক্তিধর ক্রিকেট খেলুড়ে দেশ এখন বাংলাদেশের বিপক্ষে আর নির্ভার হয়ে মাঠে নামতে পারে না। প্রতিনিয়ত তাদের তাড়িয়ে বেড়ায় পরাজয়ের শঙ্কা। ভারত, পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকাকে সিরিজ পরাজয়ের স্বাদ দেয়ার পর মাশরাফিদের নিয়ে রীতিমত গবেষণাও হচ্ছে। অনেকেই বলছেন আগামী দিনে পরাশক্তি হতে যাচ্ছে বাংলাদেশ।
তবে অন্য সবার চেয়ে একধাপ এগিয়ে বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। মঙ্গলবার জাতীয় সংসদে তিনি জানান, ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে বলে লক্ষ্য স্থির করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে আমিনা আহমেদের এক প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ কথা বলেন।
সংসদে তিনি বলেন, খেলোয়াড়দের ব্যক্তিগত ও দলীয় সাফল্যে বাংলাদেশ এখন ক্রিকেট বিশ্বে আকর্ষণীয় একটি দলে পরিণত হয়েছে। আইসিসির সাম্প্রতিক ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ৭ম। পরবর্তী বিশ্বকাপে বাংলাদেশ সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারবে।
বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচির কথা জানিয়ে বীরেন শিকদার সংসদকে আরও জানান, তৃণমূল পর্যায়ে সম্ভাব্য ক্রিকেটারদের প্রশিক্ষণের ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়াও দেশের বিদ্যমান ক্রিকেট স্টেডিয়ামগুলোর সংস্কার ও উন্নয়নের জন্য ইতিমধ্যে প্রকল্প সমাপ্ত হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সরকারের পক্ষ থেকে সহায়তা প্রদান অব্যাহত আছে।
মোহাম্মদ ইলিয়াছের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সারাদেশে ৪৯০টি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। কোনো উপজেলায় ৩ একর সম্বলিত সরকারি জায়গা পাওয়া গেলে চলতি অর্থবছর (২০১৫-১৬) থেকেই কাজ শুরু করা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন