আগামী ২০ এপ্রিল ঐশ্বরিয়ার নবম বিবাহবার্ষিকী
আগামী ২০ এপ্রিল নবম বিবাহবার্ষিকী পালন করবেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন। যতোই দিন যাচ্ছে এই তারকা দম্পতির ভালোবাসা না-কি ততোটাই গভীর হচ্ছে- স্বীকারোক্তি অভিষেকের। টুইটারে অভিষেকের অনুসারীর সংখ্যা ৯০ লাখ। এদের মধ্যে অনেকেই মাঝে মাঝে বচ্চনবধূ ঐশ্বরিয়ার গুণ সম্পর্কে জানতে চেয়ে প্রশ্ন করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ৪০ বছর বয়সী এই অভিনেতা জানান, আমার মনে হয়, ও পৃথিবীর সবচেয়ে সুন্দরী আর অসাধারণ একজন নারী। ও (ঐশ্বরিয়া রাই বচ্চন) আমাকে শর্তহীনভাবে ভালোবাসে।
শুধু অভিষেক নয়, স্বামীর প্রশংসা করে ঐশ্বরিয়া বলেন, ও (অভিষেক বচ্চন) খুব ভালো একজন মানুষ। তবে সত্যি কথাটা হলো আমরা সবসময় বন্ধুর মতো সবকিছু শেয়ার করি। এটি একমাত্র কারণ যা বিবাহিত জীবনকে সময়ের সঙ্গে সঙ্গে আরও গভীর করে তোলে।
২০০৭ সালে সাতপাকে বাঁধা পড়েন ঐশ্বরিয়া ও অভিষেক। তাদের ঘরে আছে চার বছর বয়সী কন্যা আরাধ্য বচ্চন। ৪২ বছর বয়সী এই অভিনেত্রী এখন ব্যস্ত করণ জোহর পরিচালিত অ্যাই দিল হ্যায় মুশকিল-এর দৃশ্যধারণ নিয়ে। এতে তার সহশিল্পী রণবীর কাপুর, পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান ও আনুশকা শর্মা।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন