আগের চেয়ে ভালো নায়ক রাজ্জাকের অবস্থা
আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হবে নায়ক রাজ রাজ্জাককে। তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। তার ভেন্টিলেশন মাস্ক খুলে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন কিংবদন্তি এ অভিনেতা। মঙ্গলবার বিকেলে রাজ্জাকের ছোট ছেলে সম্রাট জানিয়েছেন, ‘বাবার শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে। তিনি আগের চেয়ে অনেক ভালো আছেন।’
এর আগে দুপুর আড়াইটায় ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ রাজ্জাকের শারীরিক অবস্থা নিয়ে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে। সেখানে নায়করাজের সর্বশেষ শারীরিক অবস্থা তুলে ধরেন হাসপাতালের চিফ অব কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ডা. শাগুফা আনোয়ার। তিনি সংবাদকর্মীদের জানান, তার (রাজ্জাক) অবস্থা এখনও পুরোপুরি শঙ্কামুক্ত নয়। তাই তাকে এখনও নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রেই (আইসিইউ) রাখা হয়েছে। আগের দিনের মতো এদিনও ওষুধের মাধ্যমে তার রক্তচাপ নিয়ন্ত্রণ এবং কার্বন ডাইঅক্সাইড নিরসনের কার্যাবলি সম্পন্ন করা হচ্ছে।
সব মিলিয়ে গুণী এই শিল্পীকে আরও কয়েকদিন পর্যবেক্ষণ করা হবে। ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক আদনান আল ইউসুফের তত্ত্বাবধানে রয়েছেন রাজ্জাক।
রাজ্জাকের পরিবারও চায়, তিনি আরও কিছুদিন হাসপাতালে থাকুন। সম্রাট বলেন, ‘আমরা জোর করব না। তার যখন ভালো লাগবে, তখনই আমরা তাকে বাসায় নেব। চিকিৎসকদের পরামর্শ মেনে বাবাকে আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হবে।’
শ্বাসকষ্টজনিত কারণে শুক্রবার রাজ্জাককে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন