আগ্নি-৫ এর সফল উৎক্ষেপণ করল ভারত
ভারত দাবি করেছে, তারা পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম সবচেয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র অগ্নি-৫ এর সফল উৎক্ষেপণ করেছে। ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ডিআরডিও) তথ্যমতে, ওডিশার কালাম দ্বীপ থেকে আজ সোমবার এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। তাদের ভাষ্য, ‘অগ্নি’ পরিবারের মধ্যে এই ক্ষেপণাস্ত্র সবচেয়ে অত্যাধুনিক এবং এর ধ্বংসাত্মক ক্ষমতা অনেক বেশি।
ডিআরডিও সূত্রে জানা যায়, অগ্নি-৫ উৎক্ষেপণের আগে ভারতের অস্ত্রভান্ডারে এই পরিবারের যেসব ক্ষেপণাস্ত্র ছিল, তা সবই মাঝারি দূরপাল্লার।
এনডিটিভির খবরে বলা হয়, পাঁচ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম অগ্নি-৫ প্রায় এক হাজার কেজি যুদ্ধাস্ত্র বহনে সক্ষম। এটি পাকিস্তান, চীনসহ পুরো এশিয়া, এমনকি ইউরোপের অভ্যন্তরে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। ১৭ মিটার দৈর্ঘ্যবিশিষ্ট অগ্নি-৫ এর ওজন ৫০ টনের মতো। এতে অতি ক্ষিপ্রতাসম্পন্ন অত্যাধুনিক অস্ত্র ব্যবহারের ব্যবস্থা রয়েছে।
ভারত অগ্নি-৫ এর ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে ‘শান্তির অস্ত্র’ বলে উল্লেখ করেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, অগ্নি-৫ এর সফল উৎক্ষেপণ প্রতিটি ভারতীয় নাগরিককে গর্বিত করেছে। আমাদের আত্মরক্ষার জন্য এটি বড় শক্তি যোগ করেছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, অগ্নি সিরিজের পরবর্তী ক্ষেপনাস্ত্র অগ্নি-৬ এর প্রাথমিক কাজ শুরু হয়েছে। এটি হবে সর্বাধুনিক যুদ্ধাস্ত্র। ভূমি থেকে সাবমেরিনে আঘাত হানতে সক্ষম এ ক্ষেপনাস্ত্রটি ৮-১০ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হবে।
সূত্র: এনডিটিভি
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রকাশ্যে জানালেনঃ দুই পরিচালকের সঙ্গে ‘প্রেম’ ছিল পায়েলের
টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির স্বনামধন্য দুজন পরিচালক রাজ চক্রবর্তী ও আবিরবিস্তারিত পড়ুন
প্রথম ‘সন্তানের’ জন্মলগ্নে কেঁদেছিলেন দেব ! দায়িত্ব অনেকটাই একা সামলাচ্ছেন তিনি
শিরোনাম পড়ে ভাবছেন, নায়ক দেব তো বিয়েই করেননি, তাহলে সন্তানবিস্তারিত পড়ুন
আলোচিত বাবা রাম রহিমের আয় কত, অনেকেই জানেনা?
ভারতের বিতর্কীত ধর্মগুরু বাবা রাম রহিমের পঞ্জাব, হরিয়ানায় স্থাবর সম্পত্তিরবিস্তারিত পড়ুন