আজও ম্যাচ জেতালেন ড্যারেন স্যামি

রবিবার রংপুর রাইডার্সের বিপক্ষে রাজশাহী কিংসের জয়ের নায়ক ছিলেন অধিনায়ক ড্যারেন স্যামি। আজও দলের জয়ের বড় ভূমিকা রাখলেন তিনি। গতকালের মতো আজও পেলেন ম্যাচসেরার পুরস্কার।
রংপুর রাইডার্সের বিপক্ষে শেষদিকে ১৮ বলে ৪৪ রান করে দলকে ১৬২ রানের ভালো একটি সংগ্রহ এনে দিতে সহায়তা করেছিলেন রাজশাহী কিংসের অধিনায়ক ড্যারেন স্যামি। পরে অবশ্য তিনি বল করেননি। ম্যাচটিতে তার দল জয় পায় ১২ রানে।
আজও প্রথমে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে বিপাকে পড়ে রাজশাহী কিংস। কিন্তু ড্যারেন স্যামি ৩৪ বল খেলে ৭১ রানে অপরাজিত থেকে দলকে ১৫৪ রানের ভালো একটি সংগ্রহ এনে দেন। পরে এই রান টপকাতে পারেনি খুলনা টাইটান্স। মাহমুদউল্লাহ রিয়াদের দল হেরে গেছে ৯ রানে। এই ম্যাচে বল হাতেও সফলতা পেয়েছেন স্যামি। ১ ওভার বল করে ৮ রান দিয়ে নিয়েছেন ১টি উইকেট।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন