আজকের ম্যাচে ৯১ শতাংশ ভোট সাকিবের পক্ষে

সোমবার বিকেলে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ১৮তম ম্যাচে মাঠে নামছে দুইবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লী ডেয়ারডেভিলস। বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় ম্যাচটি শুরু হবে।
আর দিল্লীর মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া আজকের ম্যাচে কেকেআরের একাদশে জায়গা পেতে পারেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। চলতি আসরের একটি ম্যাচেও সাকিবকে একাদশে রাখেনি কেকেআর কর্তৃপক্ষ।
তবে দলের দুই খেলোয়াড় ইংলিশ অলরাউন্ডার ক্রিস ওকস এবং ট্রেন্ট বোল্ট এখন পর্যন্ত কোন ম্যাচেই ইকনোমিক বোলিং করতে পারেননি।
যে কারণে ওকসের পরিবর্তে একজন স্পিনিং অলরাউন্ডার খেলানোর কথা ভাবছে কলকাতার টিম ম্যানেজমেন্ট। এছাড়াও কেকেআর ভক্তরাও সাকিবকে একাদশে দেখতে ইচ্ছুক।
ক্রিক ইনফোর এক জরিপেও দেখা গিয়েছে আজকের ম্যাচে সাকিবকে কলকাতার একাদশে দেখতে ইচ্ছুক ৯১.৩১ শতাংশ কেকেআর ভক্ত। মোট ৯৫৯১ জন ক্রিকেট প্রেমী সাকিবকে একাদশে রাখার জন্য ভোট দিয়েছেন।
এছাড়াও কেকেআরের শিবির থেকে ইঙ্গিত মেলেছে যে আজকের ম্যাচে সাকিবের অন্তর্ভুক্তি অনেকখানি নিশ্চিত। গেল ছয় মৌসুম ধরে কেকেআরে দেশকে প্রতিনিধিত্ব করছেন এই টাইগার অলরাউন্ডার। আইপিএলের দশম আসর সাকিবের ৭ নম্বর বছর কলকাতায়।
এখন পর্যন্ত কেকেআরের হয়ে ৪২ ম্যাচে ২১.৬১ গড়ে ৪৯৭ রান করেছেন সাকিব। আর বল হাতে ৭.১১ ইকনোমিতে সাকিবের শিকার মোট ৪৩ উইকেট।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন