রবিবার, এপ্রিল ২০, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আজকে কনো কথা নয়, শুধু মিষ্টি খান : রেলমন্ত্রী

মিষ্টি খান, যত পারেন মিষ্টি খেয়ে যান। ভালো মিষ্টি। একেবারে ছানার মিষ্টি। আজ কোনো কথা নয়, আজ মিষ্টি খাওয়ার দিন। আনন্দের মধ্যে মিষ্টিতেই সব কথা মেলে। রাজধানীর স্কয়ার হাসপাতালের একটি কেবিনে বসে এভাবেই অভ্যর্থনা জানালেন সদ্যজাত কন্যা সন্তানের বাবা রেলপথ মন্ত্রী মজিবুল হক।

অভিনন্দন জানাতে যারাই কক্ষে প্রবেশ করছেন-আসছেন, তাদেরকেই মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা বিনিময় করছেন ৬৯ বছর বয়সী মন্ত্রী মজিবুল হক। কন্যা সন্তান জন্ম দিয়ে তার যেন আনন্দ ধরছে না।

সন্তান হবে জেনে হাসপাতালে এসেছেন সেই সকাল বেলায়। আর যাওয়া হয়নি। এমন আনন্দ-উল্লাসে সব প্রোগ্রাম বাতিল করে হাসপাতালেই রয়ে গেছেন। আত্মীয়স্বজন সবাইকে নিয়ে কুশল বিনিময় করে যাচ্ছেন আগুন্তকদের সঙ্গে। মা-মেয়ে সুস্থ আছেন কি-না, তা পর্যবেক্ষণ করছেন প্রতিমুহূর্তে। অন্যেদের কাছ থেকে ঘন ঘন খবর নিচ্ছেন।

জাগো নিউজের এই প্রতিবেদকের সঙ্গে কথা হয়, মাগরিবের নামাজের পরমুহূর্তে। মন্ত্রী বলেন, ‘এমন আনন্দের কথা ভাষায় প্রকাশ যায় না। ওরা ভালো আছে। মা এবং মেয়ের জন্য আমি দেশবাসীর কাছে দোয়া চাই।’

মন্ত্রীর দেহরক্ষী মোস্তাফিজুর রহমান বলেন, ‘স্যার সেই সকালে এসেছেন। আজ ছুটির দিন। এরপরও সব প্রোগ্রাম বাতিল করা হয়েছে। ৩টা ৩০ মিনিটে স্যারের কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়। তখন থেকেই আত্মীয়স্বজন এবং বিভিন্নজন শুভেচ্ছা জানাতে হাসপাতালে আসছেন। স্যার কখন বের হবেন তাও জানি না। আমরাও স্যারের সঙ্গে এমন আনন্দঘন মুহূর্ত বিশেষভাবে উপভোগ করছি।’

শনিবার বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন রেলমন্ত্রীর স্ত্রী হনুফা আক্তার রিক্তা। মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন। এর আগে, রেলমন্ত্রীর সন্তানসম্ভবা স্ত্রী হনুফা আক্তার রিক্তাকে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, ২০১৪ সালের ৩১ অক্টোবর চান্দিনা উপজেলার মিরাখলা গ্রামের হনুফা আক্তার রিক্তাকে (৩২) বিয়ে করেন তিনি। তার ওই রাজকীয় আয়োজনের বিয়ে দেশব্যাপী বেশ আলোড়ন সৃষ্টি করেছিল।

১৯৪৭ সালের ৩১ মে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের বসুয়ারা গ্রামে মুজিবুল হক জন্মগ্রহণ করেন। ১৯৯৬, ২০০৮ ও ২০১৪ সালে তিনি চৌদ্দগ্রাম থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

অন্যদিকে, ১৯৮৫ সালের ২০ মে হনুফা আক্তার ওরফে রিক্তা জন্মগ্রহণ করেন। এলএলবি ডিগ্রিধারী হনুফা বর্তমানে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশ লিমিটেডের আইন উপদেষ্টা হিসেবে কর্মরত আছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা

ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা সেই বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর
  • দেশে ফিরেছেন মুহাম্মদ ইউনূস
  • মিরপুরে ঝগড়ার জেরে ‘সাততলা থেকে ফেলে’ যুবককে হত্যার অভিযোগ
  • ‘হলে থাকতেন-টিউশনি করতেন, এখন পাঁচ-ছয় কোটি টাকার গাড়িতে চড়েন’
  • শুক্রবার বৈঠকে বসছেন ইউনূস-মোদি
  • এসএসসি পেছানোর দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি, যা বলছে শিক্ষা বোর্ড
  • মব-নারীবিদ্বেষ-তৌহিদি জনতা: দেশে চরমপন্থা বিকাশের সুযোগ সত্যি নাকি বিভ্রান্তি?
  • নাহিদ: আওয়ামী দুঃশাসনের ভুক্তভোগীদের কাছে ৫ আগস্ট অবশ্যই দ্বিতীয় স্বাধীনতা
  • দেশে গ্যাস অনুসন্ধানে মস্কোর সহযোগিতা চায় ঢাকা
  • ঈদের চাঁদ দেখা নিয়ে যে আহ্বান জানালো সৌদি আরব
  • ৬ ডলারে নামছে না রোহিঙ্গাদের খাদ্য সহায়তা, কমছে ৫০ সেন্ট
  • আরও একমাস বাড়লো পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ