আজিমপুরে নিহত জঙ্গির নাম শমসেদ হোসেন
আজিমপুরে জঙ্গি আস্তানায় নিহত আবদুল করিমের প্রকৃত নাম শমসেদ হোসেন। তার গ্রামের বাড়ি রাজশাহী জেলায় বলে পুলিশ জানিয়েছে।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান রোববার বলেন, ‘আবদুল করিমের পরিচয় উদঘাটন করতে গিয়ে এ তথ্য পাওয়া গেছে। তার ভোটার আইডি কার্ড উদ্ধার এবং ডিএনএ নমুনা পরীক্ষার পর আরো সঠিকভাবে বিস্তারিত বলা যাবে। তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে।’
এর আগে অবশ্য করিমের প্রকৃত নাম জামসেদ ওরফে তানভীর বলে ধারণা করেছিল পুলিশ।
পুলিশ জানায়, শমসেদ জঙ্গিদের জন্য বাসা ভাড়া করত। তার স্ত্রীও জঙ্গি কর্মকাণ্ডে জড়িত। বসুন্ধরা, কল্যাণপুর ও শোলাকিয়ায় শমসেদই স্ত্রী ও দুই সন্তানসহ জঙ্গিদের জন্য সাংগঠনিক সিদ্ধান্তে বাসা ভাড়া নিয়েছিল।
শনিবার রাতে আজিমপুরে বিজিবি সদর দফতরের ২ নম্বর গেটসংলগ্ন এলাকায় একটি ছয়তলা বাড়ির দ্বিতীয় তলায় এ অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে জঙ্গি শমসেদ মারা যায়। আহত তিন নারীকে গ্রেপ্তার করা হয়। আর জঙ্গিদের হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন