বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আজিম গ্রুপের খামখেয়ালি: অনাহারে-অর্ধাহারে ১৫০ পরিবার

দেশের অন্যতম শিল্পগোষ্ঠি আজিম গ্রুপের খাম খেয়ালিতে কয়েক মাস অনাহারে-অর্ধাহরে রয়েছে বন্ধ থাকা নিউজ পোর্টাল বাংলামেইল২৪ডটকমের অন্তত ১৫০ সংবাদকর্মীর পরিবার। ২০১২ সালের ২৬ জানুয়ারি তৎকালীন স্পীকার অ্যাডভোকেট আব্দুল হামিদ নিউজ পোর্টালটির আনুষ্ঠানিক উদ্ধোধন করেন।

গত ৭ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়কে নিয়ে গুজব নির্ভর সংবাদ পরিবেশন করায় সরকার পোর্টালটি বন্ধ করে দেয় এবং সম্পাদকসহ ৩জন সাংবাদিক আটক হয়।

আটক হওয়া ৩ সাংবাদিকের জামিনে দ্রুত মুক্তি হলেও বন্ধ রয়েছে পোর্টালটি। সংবাদকর্মীদের পরিশোধ করা হয়নি তাদের ন্যায্য পাওনা। বাংলামেইল২৪ডটমের মাদার প্রতিষ্ঠান আজিম গ্রুপ সংবাদকর্মীদের পাওনা দিতে টালবাহানা করছে।

বাংলামেইলের সিনিয়র করেসপন্ডেন্ট খালিদ হোসেন জানান, ‘দেশের অন্যতম শিল্পগোষ্ঠি আজিম গ্রুপের খাম খেয়ালিতে কয়েক মাস অনাহারে-অর্ধাহরে রয়েছে বাংলামেইলের কর্মীরা। কয়েকজন বিভিন্ন প্রতিষ্ঠানে কাজের সুযোগ পেলেও অধিকাংশই কর্মহীন।’

তিনি আরো জানান, ‘অক্ষম সম্পাদকীয় নীতি অনুসরণ করায় বাংলামেইল পোর্টাল বন্ধ হয়েছে। কর্তৃপক্ষের ব্যর্থতার কারণে বাংলামেইল বন্ধ হলেও এরপর থেকে বাংলামেইল সংবাদকর্মীদের সঙ্গে আজিম গ্রুপ ক্রমাগত পৈচাশিক আচরণ করে চলছে। আগামী এক সপ্তাহের মধ্যে আমাদের ন্যায্য পাওনা পরিশোধ না করলে আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো। উদ্ধুদ্ধ পরিস্থিতির দায়ভার আজিমগ্রুপকে নিতে হবে।

আজিমগ্রুপের এই আচরণের নিন্দা জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিউজে)। সংগঠনটির ডিউজে/প্রেরি/০০১(১৬) সূত্র অনুযায়ী ২ নভেম্বর বুধবার ‘বাংলামেইলের সাংবাদিক-কর্মচারীদের হয়রানির নিন্দা ডিউজে’র’ শিরোনামের বিবৃতিতে দেয়া হয়েছে।

ডিউজে’র দপ্তর সম্পাদক মনিরুজ্জামান উজ্জলের সই করা বিবৃতিতে বলা হয়েছে, ‘বিনা নোটিশে গত তিন মাস যাবত বাংলামেইল২৪ডটকম বন্ধ রাখা ও সাংবাদিক কর্মচারীদের বেতন ভাতা না দিয়ে হয়রানি করার তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিউজে)। আজ বুধবার এক বিবৃতিতে ডিউজে সভাপতি শাবান মাহমুদ ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী বলেন, কোনো ধরনের আলোচনা ছাড়া বাংলামেইল২৪ডটকম বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এই মাঝে ৩মাস (আগস্ট, সেপ্টেম্বর. অক্টোবর ২০১৬) পার হলেও কর্মীদের বেতন-ভাতা দেয়ার কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। এমনকি বিগত ঈদ-উল-আযাহায় সাংবাদিক-কর্মচারীদের উৎসব ভাতাও (ঈদ বোনাস) দেয় হয়নি। প্রতিষ্ঠানটির সর্বশেষ অবস্থা সম্পর্কেও কর্মরত সাংবাদিকক-কর্মচারীদের জানানো হয়নি।

এ বিষয়ে সংশ্লিষ্টরা বারবার তাগাদা দিলেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি কর্তৃপক্ষ।’‘ডিউজে বাংলামেইল কর্তৃপক্ষকে অবিলম্বে কর্মরত সকল শ্রেণীর সাংবাদিক-কর্মচারীকে ৩ মাসের বেতন ভাতা, বকেয়া বোনাস ও প্রাপ্য সুবিধাদি দেয়া এবং প্রতিষ্ঠানটির সর্বশেষ অবস্থান সম্পর্কে সাংবাদিক-কর্মচারীদের জানানোর অনুরোধ জানাচ্ছে। নতুবা আগামী এক সপ্তাহের মধ্যে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। ’

এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন

  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত
  • ফোরজির সর্বনিম্ন গতি ১০ এমবিপিএস কার্যকর হচ্ছে সেপ্টেম্বর থেকে