আজ চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী
চট্টগ্রাম : বাংলাদেশ নৌবাহিনীর তিনটি যুদ্ধ জাহাজের আনুষ্ঠানিক কমিশনিং করতে আজ চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সকাল সাড়ে এগারটায় বাংলাদেশ নৌবাহিনীর ঈসা খাঁ ঘাঁটিতে বাংলাদেশ নৌবাহিনীর জন্য সম্প্রতি সংগৃহিত সমুদ্র অভিযান, স্বাধীনতা এবং প্রত্যয় নামের তিনটি যুদ্ধ জাহাজের আনুষ্ঠানিক কমিশনিং করবেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাহাজগুলো পরিদর্শন এবং বিএনএস সমুদ্র জয় জাহাজে মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন। বিকেলেই তিনি ঢাকায় ফিরে যাবেন।
নৌবাহিনী সূত্র জানায়, জাহাজ তিনটি বাংলাদেশ নৌবাহিনীর বহরকে সমৃদ্ধ করবে। বিশেষ করে সমুদ্রসীমা বৃদ্ধি পাওয়ার পর বিস্তৃত সাগরে মাদক পাচারসহ চোরাচালান প্রতিরোধ, মানবপাচার রোধ এবং বিস্তৃত এলাকার মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় জাহাজগুলো ব্যাপক ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে এটি প্রধানমন্ত্রীর দ্বিতীয় সফর। এর আগে গত ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রী চট্টগ্রামে এসে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ নির্মিত বঙ্গবন্ধুর দেশের সবচেয়ে বড় ম্যুরালসহ বিভিন্ন প্রকল্প এবং চট্টগ্রাম চেম্বারের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার উদ্বোধন করেছিলেন। প্রধানমন্ত্রী আজ চট্টগ্রামে আসলেও কোন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন না। তবে চট্টগ্রামের সরকার দলীয় শীর্ষ নেতারা নৌবাহিনীর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন