আজ ছাত্রলীগের ২৮তম কেন্দ্রীয় কাউন্সিল

বাংলাদেশ ছাত্রলীগ (বিসিএল) এর ২৮তম কেন্দ্রীয় কাউন্সিল আজ রোববার অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিতব্য এ কাউন্সিলের উদ্বোধন করবেন শহীদ ডা. শামসুল আলম খান মিলনের মাতা সেলিনা আখতার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষাবিদ অধ্যাপক ড. অজয় রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাসদ সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল হক প্রধান এবং বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ও ডাকসুর সাবেক জিএস ডা. মুশতাক হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারা। সভাপতিত্ব করবেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের কার্যকরী সভাপতি এহসানুল হাবিব, সঞ্চালনা করবেন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী সাজু।
কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক গৌতম শীল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকসুসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রসংসদ নির্বাচন, বৈষম্যহীন শিক্ষা, পর্যাপ্ত কর্মসংস্থান, চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫, নারী-শিশু নির্যাতনের বিচার এবং মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সারা দেশের কাউন্সিলরদের অংশগ্রহণে গৌরবময় ঐতিহ্যের অধিকারী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ২৮তম কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
কাউন্সিল উপলক্ষে সারা দেশের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সহস্রাধিক নেতাকর্মী ও পাঁচ শতাধিক কাউন্সিলর উক্ত কাউন্সিলে উপস্থিত থাকবেন বলে আশা করছেন নেতারা।
উল্লেখ্য, ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়। মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী ঐতিহ্যবাহী এই ছাত্রসংগঠন ১৯৭২ সালে মতাদর্শিক কারণে দ্বিধাবিভক্ত হয়ে পড়ে। ছাত্রলীগের প্রগতিশীল অংশ যারা আপসহীনভাবে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি জাতীয়তাবাদী সংগ্রাম গড়ে তুলেছিল, তারা ১৯৭২ সালের ২১-২৩ জুলাই কেন্দ্রীয় সম্মেলন করে।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন