রবিবার, এপ্রিল ২০, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আজ দ্বিতীয় ওয়ানডেতে স্বপ্নের অভিষেক তিন টাইগারের

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে অভিষেক হলো বাংলাদেশের তিন ক্রিকেটারের। উইকেট রক্ষক হিসেবে দলে এসেছেন ৬টি-টোয়েন্টি খেলা কাজী নুরুল হাসান সোহান। পেসার শুভাশীষ রায় ও লেগ স্পিন অলরাউন্ডার তানভীর হায়দার পেয়েছেন ওয়ানডে ক্যাপ। সোহান আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পেলেও এবারই প্রথম বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন শুভাশীষ ও তানভীর।

Sports

 

মুশফিকের চোটে সোহানের অভিষেক

একটি পরিবর্তন তো অনুমিতই ছিল। প্রথম ওয়ানডেতে হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠ ছাড়তে বাধ্য হওয়া মুশফিকুর রহিম ১৪ দিন ক্রিকেটের বাইরে থাকবেন। মুশফিকের চোটে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হলো সোহানের। ক্রিকেটের সবথেকে ‘ছোট্ট’ আসর টি-টোয়েন্টিতে সোহান ৬টি ম্যাচ খেলেছেন। তবে মনে রাখার মতো কোনো পারফরম্যান্স ছিল না তার। এবার ৫০ ওভারের ক্রিকেটে সুযোগটি অবশ্যই কাজে লাগাবেন বলে বিশ্বাস টিম ম্যানেজমেন্টের।

 

এ বছরই খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে তার টি-টোয়েন্টি অভিষেক। এরপর এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সঙ্গে ছিলেন সোহান। এ সময়ে খেলেছেন ৬ ম্যাচ। বিপিএলে রাজশাহী কিংসের হয়ে শুরুর দিকে ভালো করতে না পারলেও শেষ দিকে তার কার্যকরী ব্যাটিংয়ে ভালো ফল পেয়েছে দল। বিপিএলের আগেই বিসিবি ঘোষিত স্কোয়াডে ছিলেন সোহান। অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ক্যাম্পে এবং নিউজিল্যান্ডে দলের সঙ্গে ছিলেন তিনি। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ারও সময় পেয়েছেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। ৫০ লিস্ট ‘এ’ ম্যাচে ২৫.৬৫ গড়ে সোহানের ব্যাট থেকে এসেছে ১০২৬ রান। ১টি সেঞ্চুরির পাশাপাশি ৩টি হাফ সেঞ্চুরিও আছে তার নামের পাশে।

 

Sports2

 

মুস্তাফিজের পরিবর্তে শুভাশীষ রায়

মাত্রই ইনজুরি থেকে ফিরেছেন মুস্তাফিজ। ফিজিওর পরামর্শে মুস্তাফিজুর রহমানকে এ ম্যাচে বিশ্রামে রাখা হয়েছে। ‘কাটার মাস্টারের’ পরিবর্তে সুযোগ পেয়েছেন শুভাশীষ রায়। ডানহাতি এই পেসারের আন্তর্জাতিক অভিষেক হলো। ৪৭টি লিস্ট ‘এ’ ম্যাচে ৫৮ উইকেট নিয়েছেন ২৮ বছর বয়সি শুভাশীষ। বিপিএলে খেলেছিলেন তামিম ইকবালের দল চিটাগং ভাইকিংসের হয়ে।

 

Sports

 

আউট সৌম্য, ওয়েলকাম তানভীর

ব্যাট হাতে ধারাবাহিকভাবে ব্যর্থ। বোঝাই যাচ্ছে মনযোগের যথেষ্ট ঘাটতি! টিম ম্যানেজমেন্ট বারবার সুযোগ দিয়েও কোনো ফল পাচ্ছে না। প্রথম ওয়ানডেতে দৃষ্টিকটুভাবে আউট হওয়ায় সৌম্যর ওপর খেপেছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহেও। যে কোচ বারবার ব্যাকআপ করছিল সেই কোচই এবার তাকে আউট করে দিলেন দল থেকে! তার জায়গায় এসেছেন তানভীর হায়দার।

 

ব্যাটসম্যান হলেও তানভীরকে খেলানো হচ্ছে স্পেশালিস্ট লেগ স্পিনার হিসেবে। দল তার কাছ থেকে লেগ স্পিনটাই বেশি প্রত্যাশা করছে। ৪৩টি লিস্ট ‘এ’ ম্যাচের ক্যারিয়ারে তানভীর বল করেছেন ২৫ ম্যাচে। উইকেট পেয়েছেন মাত্র ১৪টি। পরিসংখ্যানের বিবেচনায় অনেকটাই পিছিয়ে তার বোলিং। কিন্তু সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেট ও ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ বোলিং করায় টিম ম্যানেজমেন্ট তাকে আন্তর্জাতিক মঞ্চে সুযোগ করে দিল। চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন ২৫ বছর বয়সি এই ক্রিকেটার।

 

স্বপ্ন পূরণ হলো তিন টাইগারের। এবার তাদের এগিয়ে যাওয়ার পালা।লাল সবুজকের পতাকা উড়ানোর উপলক্ষ্য তৈরি করে দেওয়ার পালা। তারা জিতলেই জিতবে বাংলাদেশ উড়বে লাল-সবুজ পতাকা।

এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন

রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির