আজ রাতে আরামে ঘুমাবেন হাজারো অভিভাবক

‘গত এক বছর দুই সন্তানকে নিয়ে স্কুলে দৌঁড়ানোর পাশাপাশি প্রাইভেট শিক্ষকদের বাসায় বাসায় ছুটে বেড়িয়েছি। রোজা, পূজা ও ঈদ উৎসবের আনন্দেও সর্বক্ষণ ছেলে-মেয়েদের পরীক্ষা নিয়ে ভেবেছি। আজ বড় ছেলে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও ছোট ছেলে প্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিএসসি) জিপিএ ৫ পেয়েছে। পরিশ্রম সার্থক হয়েছে। আজ আমি খুবই আনন্দিত। আজ রাতে দুশ্চিন্তামুক্তভাবে আরামে ঘুমাতে পারবো’। পরীক্ষার ফল প্রকাশের পর এভাবেই খুশির প্রতিক্রিয়া ব্যক্ত করছিলেন নাহিদা ইয়াসমিন।
রাজধানীর ধানমন্ডি এলাকার বাসিন্দা নাহিদা ইয়াসমিনের দুই ছেলে বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ কলেজ থেকে চলতি বছর জেএসসি ও পিইসি পরীক্ষায় অংশগ্রহণ করে। উভয় পরীক্ষায় জিপিএ ৫ পাওয়ায় তিনি আনন্দিত।
নাহিদা ইয়াসমিন বলেন, স্বামী দেশের বাইরে থাকায় ছেলেদের পড়াশুনার সার্বিক দায়িত্ব ছিল আমার উপরই। ছেলেরা যাতে পরীক্ষায় ভালো ফল করতে পারে এজন্য তাদের সহায়তা করতে দিনরাত ক্লান্তিহীনভাবে ছুটে বেড়িয়েছি। আজ মনে অনেক আনন্দ।
শুধু নাহিদা ইয়াসমিনই নন, তার মতো হাজার হাজার শিক্ষার্থীর অভিভাবক আজ রাতে চিন্তাহীন হয়ে ঘুমাতে পারবেন। সারাদেশে আজ বৃহস্পতিবার একযোগে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী (পিইসি), জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।
রাজধানীর বিভিন্ন স্কুলে গিয়ে দেখা গেছে, কোমলমতি শিশুদের বাঁধনহারা আনন্দ। সন্তানের সাফল্যে অভিভাবকদের চোখে-মুখেও আনন্দের ঝিলিক। কেউ কেউ ভালো ফলের খবর পেয়ে আনন্দে কেঁদে ফেলেন।
রাজধানীর আজিমপুর অগ্রণী বালিকা স্কুল অ্যান্ড কলেজের সামনে নুসরাত জামান নামে এক পিইসি পরীক্ষার্থীর অভিভাবক বলেন, সৃজনশীল বিষয়টি নতুন। ফলে এ পদ্ধতিতে পরীক্ষার ফল কি হয় সে দুঃশ্চিন্তা তাড়া করে বেড়াত। এখন মেয়ে জিপিএ ৫ পেয়েছে। মনে অনেক আনন্দ লাগছে।
উল্লেখ্য, এবার জেএসসি ও জেডিসি পরীক্ষায় পাসের হার ৯৩ দশমিক ০৬ শতাংশ এবং পিইসি পরীক্ষায় পাসের হার ৯২ দশমিক ৮৯ শতাংশ। জেএসসি-জেডিসিতে গত বছরের তুলনায় এবার শূন্য দশমিক ৭৩ শতাংশ পাসের হার বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যায় ঘটেছে বড় উল্লম্ফন।
এই সংক্রান্ত আরো সংবাদ

শেকৃবির ১২ শিক্ষককে সাময়িক বরখাস্ত
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) “আওয়ামীপন্থি” ১২ শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

২৭তম বিসিএসে বঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরত দিতে সুপ্রিম কোর্টের নির্দেশ
১৭ বছর আগে ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরতবিস্তারিত পড়ুন

এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন