আটক ৭ মোদীর সফরের প্রতিবাদে বিক্ষোভের চেষ্টা,
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদ জানিয়ে মিছিলের প্রস্তুতির সময় সাতজনকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুরে প্রেসক্লাব ও তোপখানা রোডের সামনে থেকে তাদের আটক করা হয় বলে শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক জানিয়েছেন। আটকদের চারজন পুরুষ ও তিনজন নারী জানিয়ে তিনি বলেন, “ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে কালোপতাকা নিয়ে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। তাদের রাজনৈতিক পরিচয় জানতে চাইলে তিনি বলেন, “ছোট ছোট বিভিন্ন দলের সঙ্গে জড়িত তারা। এ ঘটনায় রাত ৮টা পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি বলে শাহবাগ থানার ওসি জানান।
দুই দিনের সফরে শনিবার সকালে ঢাকা এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরইমধ্যে দুই দেশের সরকার প্রধানের বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য, উপকূলীয় জাহাজ চলাচল ও দুই রুটে বাস চলাচলের বিষয়ে চারটি চুক্তিসহ বাংলাদেশ ও ভারতের মধ্যে মোট ১৯টি চুক্তি, প্রটোকল ও সমঝোতা স্মারক সই হয়েছে। এছাড়া ছিটমহল বিনিময়ে স্থল সীমান্ত চুক্তি অনুসমর্থনের দলিল বিনিময় হওয়ায় ভারত-বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে মোদীর এ সফরকে খুব গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন