আট বছরেও পূর্ণতা পায়নি ‘ভাষা শহীদ সালাম স্মৃতি গ্রন্থাগার’

প্রতিষ্ঠার আট বছর পরও পূর্ণতা পায়নি ফেনীর দাগনভুঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের সালাম নগরের ‘ভাষা শহীদ সালাম স্মৃতি গ্রন্থাগার’।
অযত্ন-অবহেলায় ভাষা শহীদ আবদুস সালামের স্মৃতি রক্ষার্থে গড়ে উঠা এই পাঠাগারটি ক্রমেই হারাচ্ছে পাঠক।
২০০৮ সালে ফেনী জেলা পরিষদের তত্ত্বাবধানে শহীদ আবদুস সালামের পৈতৃক ভিটার কাছে ভাষা শহীদ আবদুস সালাম জাদুঘর ও গ্রন্থাগার নির্মাণ করা হয়। ২০১১ সালের ১৩ ফেব্রুয়ারি শহীদ আবদুস সালামের ছোট ভাইয়ের মেয়ে খাদিজা বেগমকে লাইব্রেরিয়ান ও একই এলাকার শেখ ফরিদকে কেয়ারটেকার পদে নিয়োগ দেওয়া হয়।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেল, গ্রন্থাগারটি নিয়মিত খোলা হয় না। সারাবছর অবহেলা ও অযত্নে পড়ে থাকে জাদুঘর ও পাঠাগারটি। একুশে ফেব্রুয়ারি এলে পরিষ্কার-পরিচ্ছন্নতার তোড়জোড় শুরু হয়। পাঠাগারে নেই পর্যাপ্ত বই। পাঠাগারের সার্বিক অবস্থা ভালো না। এখানে বসে বই পড়া যায় না।’
ভাষা শহীদ সালামের ভাই আবদুল করিম জানান, সালাম গ্রন্থাগার ও যাদুঘরে যাওয়ার রাস্তাটি ছোট ফেনী নদীর জোয়ার ভাটার ভাঙনের ফলে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
মাতুভূঞা ইউপি চেয়ারম্যান এসহাক জগলু জানান, কেয়ারটেকার শেখ ফরিদের নেতৃত্বে প্রতিদিন সন্ধ্যায় পাঠাগারের সামনে মাদকসেবীদের আড্ডা বসে।
এদিকে সালাম নগরের লক্ষ্মণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, ভাষা শহীদ আবদুস সালামের শহীদ হওয়ার খবরটি জানলেও একুশে ফেব্রুয়ারি সম্পর্কে বিস্তারিত জানে না। সালামের জীবনী নিয়ে জানার খুব আগ্রহ থাকলেও সে সুযোগ নেই বলে জানান তারা।
এদিকে লক্ষ্মণপুর গ্রামটির নাম পরিবর্তন করে সালাম নগর রাখা হলেও গ্রামের বিদ্যালয়টির নাম পরিবর্তন করা যায়নি। গ্রামবাসীর দাবির প্রেক্ষিতে ইউপি চেয়ারম্যান জেলা প্রশাসক বরাবর আবেদনও করেছিলেন।
ফেনী জেলা প্রশাসক মো. আমিন উল আহসান জানান, লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ভাষা শহীদ আবদুস সালাম নামকরণের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন

চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
প্রায় সাড়ে চার বছর পর আগামী ২৯ জুলাই থেকে চালুবিস্তারিত পড়ুন

রায়পুরায় বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
‘আওয়ামী লীগ দেশের উন্নয়নের জন্য কাজ করে, ঘরের ছেলে ঘরেবিস্তারিত পড়ুন