আট বছর আগেই বিয়ে করেছেন শাকিব-অপু!

বাংলা চলচ্চিত্রের সফল জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন অসংখ্য সিনেমায়। ২০০৬ সালে এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ চলচ্চিত্রে প্রথম জুটি বাঁধেন শাকিব খান ও অপু বিশ্বাস। তাদের অভিনীত প্রথম ছবিটি ব্যবসাসফল হলে এই জুটি রাতারাতি তারকা জুটিতে পরিণত হন। একসঙ্গে ছবিতে অভিনয়ের কারণে বাড়ে তাদের ঘনিষ্ঠতা। এরপর ঢাকাই চলচ্চিত্র পাড়ায় গুজব রটে বিয়ে করছেন এই তারকা জুটি। কিন্তু বাংলাদেশ প্রতিদিন দৈনিক পত্রিকার সূত্রে জানা গেল, আট বছর আগেই, অর্থাৎ ২০০৮ সালে বিয়ে করেছেন শাকিব খান ও অপু বিশ্বাস।
দৈনিক পত্রিকা বাংলাদেশ প্রতিদিনের সূত্রমতে, ২০০৮ সালে গোপন বিয়ে করেন শাকিব-অপু। এরপর দীর্ঘসময় ধরে চলছে লোকচক্ষুর আড়ালে সংসার করছেন তারা। বাংলাদেশ প্রতিদিনের একটি প্রতিবেদন মতে জানা যায়, বিয়ের পর ভালো আছেন এই জুটি। শাকিব দেশে আর অপু বিদেশে থাকলেও তাদের সংসার ভালোই চলছে। দেশে শুটিং নিয়ে ব্যস্ত আছেন শাকিব, অপরদিকে কলকাতায় আসন্ন দুর্গাপূজা নিয়ে ব্যস্ত সময় পার করছেন অপু। বিয়ের বয়স ৮ বছর পেরুলেও কখনো তারা তা স্বীকার করেননি। শাকিব-অপু জুটির ঘনিষ্ঠজনদের তথ্যমতে, ক্যারিয়ারের ক্ষতির আশংকার কথা চিন্তা করে বিয়ের সংবাদ গণমাধ্যমে প্রকাশ করেন নি তারা।
উল্লেখ্য, এই জুটি গত ১০ বছরে ‘চাচ্চু’, ‘কোটি টাকার কাবিন’, ‘দাদীমা’, ‘পিতার আসন’, ‘তোমার জন্য মরতে পারি’, ‘সন্তান আমার অহংকার’, ‘মনেপ্রাণে আছ তুমি’, ‘মনে বড় কষ্ট’, ‘কথা দাও সাথী হবে’, ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ‘নাম্বার ওয়ান শাকিব খান’, ‘তোর কারণে বেঁচে আছি’, ‘মনের জ্বালা’, ‘প্রিয়া আমার জান’, ‘ঢাকার কিং’, ‘মাই নেম ইজ খান’, ‘হিরো : দ্য সুপারস্টার’, ‘লাভ ম্যারেজ’সহ অসংখ্য সুপারহিট ছবিতে অভিনয় করেছেন।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন