আত্মগোপন থেকে বের হচ্ছে বিএনপি নেতারা
দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিল উপলক্ষ্যে আত্মগোপন থেকে বের হচ্ছে বিএনপির অধিকাংশ নেতারা। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় ও বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয় এখন নেতাকর্মীদের পদচারণায় মুখরিত।
প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত দলের নীতি নির্ধারকদের সঙ্গে দেখা করছেন নেতাকর্মীরা। দলীয় অফিস ছাড়াও সিনিয়র নেতাদের ব্যক্তিগত অফিস ও বাসায় গিয়ে দেখা করছেন অনেকে। দলে একটু জায়গা পাওয়ার জন্যই আত্মগোপনে থাকা নেতাকর্মীরা এখন দৌড়ঝাঁপ শুরু করেছেন।
নয়াপল্টন ও গুলশান কার্যালয় সূত্রে জানা গেছে, দলের কাউন্সিল উপলক্ষ্যে এই কার্যালয় দুটিতে নেতাকর্মীদের আনাগোনা বাড়ছে। এখন দলের অনেক সিনিয়র নেতারও এখানে নিয়মিত আসেন।
সুত্রটি আরও জানায়, বিগত দিনে গুলশান কার্যালয়ে কিছু নেতাদের আসা-যাওয়া থাকলেও নয়াপল্টনে নেতাকর্মীদের তেমন কোন যাতায়াত ছিল না। তবে এখন নয়াপল্টন কার্যালয় নেতাকর্মীদের আনাগোনায় প্রান ফিরে পেয়েছে।
দীর্ঘদিন পর দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসা বিএনপির এক নেতার সঙ্গে আলাপকালে তিনি এ প্রতিবেদককে বলেন, রাজনীতি করি। দলীয় কার্যালয় তো আসতেই হবে। তবে এই সরকারের মিথ্যা মামলার কারণে এখনে আসতে চাইলেও আসতে পারিনি। বর্তমানে সরকার ধরপাকড় কমিয়েছে। এছাড়াও শীঘ্রই দলের কমিটি ঘোষণা হচ্ছে। এ জন্য আসতেই হচ্ছে। তাও বেশ ভয়ের মধ্যে রয়েছি কখন আবার সরকারের পেটোয়া বাহিনী (পুলিশ) ধরে নিয়ে গুম করে দেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক সিনয়ির নেতা বলেন, দলের বিগত দিনের আন্দোলন সংগ্রামে যারা মাঠে ছিল না। সেই সব নেতাকর্মীরাই এখন পদ-পদবির জন্য দৌড়ঝাঁপ শুরু করেছে। তবে যারা দলের সুখে-দু:খে পাশে ছিল। তাদের দৌড়ঝাঁপ করতে হবে না। তাদেরকে যথাযথ মূল্যায়ন করা হবে।
তিনি আরও বলেন, সুবিদাবাধী নেতারা যতই দৌড়ঝাঁপ করুক না কেন কোন লাভ হবে না। বিএনপিতে আর কোন সুবিদাবাধীদের স্থান হবে না। যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তাদের হাতেই আগামী দিনের নেতৃত্ব তুলে দেয়া হবে। কারণ সামনে এই সরকারের সময়ে দলকে আরও কঠিন বাস্তাবতার মধ্যে দিয়ে যেতে হবে। তাই এবারের কাউন্সিলে সৎ, যোগ্য ও মাঠের রাজনীতির সঙ্গে জড়িত এমন নেতৃত্বই বেছে নেবে বিএনপি।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান বলেন, বিএনপির এ কাউন্সিলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলকে এগিয়ে নিয়ে যেতে অবশ্যই এই কাউন্সিল থেকে যোগ্য নেতৃত্ব তুলে নিতে হবে। আমি মনে করি, বিগত দিনে যারা দলের জন্য কাজ করেছেন এবং যারা শহীদ জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত তাদেরই পদ-পদবি পাওয়া উচিত।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন