আত্মহত্যার আগে লিখে যাওয়া সুইসাইড নোটে অবাক করা আবেদন
পুজোয় স্ত্রী, ছেলে-মেয়েদের জামা কাপড় কিনে দিতে না পেরে দিঘায় এসে আত্মহত্যা করলেন পশ্চিমবঙ্গের হাওড়ার এক বাসিন্দা। বছর খানেক ধরেই ব্যবসা ভাল চলছিল না। অভাবের মধ্যে দিন কাটাচ্ছিলেন হাওড়ার বেণীমাধব মুখার্জি লেনের বাসিন্দা সুরজিৎ মালো।
পাওনাদারদের ক্রমাগত তাগাদা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। তার উপরে পুজোর সময়ে অভাব
অনটনে বাড়ির ছেলেমেয়েদের অন্যান্য বছরের মতো জামাকাপড় কিনে দিতে পারেননি। এই দুঃখেই আত্মহত্যা করেছেন সুরজিৎ। এমনটাই দাবি সুইসাইড নোটে।
শনিবার বিকেলে ব্যবসার কাজ আছে বলে বাড়ি থেকে দিঘা আসেন সুরজিৎ। রবিবার সকালে হোটেলের কর্মীরা সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় সুরজিতের দেহ দেখতে পান। ঘটনাস্থলে যায় দিঘা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুইসাইড নোটে লেখা রয়েছে, ‘আমার মৃত্যুর পরে আমার দেহের অঙ্গগুলি যদি কারও কাজে লাগে তবে যিনি নেবেন তার কাছে আমার একটাই আবেদন, আমার ছেলেমেয়েদের মুখে দু’মুঠো অন্ন তুলে দেবেন যদি আপনার ইচ্ছা হয়। মা দুর্গা আপনার কৃপা করবেন। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। দেনার জর্জরিত হওয়ার কারণে আমি ইহলোক ছেড়ে চললাম।’
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন