আত্মহত্যা করার আগ মুহূর্তে যেভাবে এক নারীকে বাঁচালেন বাস চালক (ভিডিও)
চীনে আত্মহত্যার উদ্দেশ্যে এক নারী ব্রিজ থেকে লাফ দেয়ার আগ মুহূর্তে তাকে ধরে ফেলেন সেসময় ব্রিজের ওপর দিয়ে যাওয়া একটি বাসের চালক।
পূর্ব চীনের নানজিংয়ে গত রোববার এ ঘটনা ঘটে। কাকতালীয়ভাবে বাসের সিসিটিভি ফুটেজে পুরো ঘটনাটি ধারন হয়ে যায়।
পিপলস ডেইলি অনলাইনের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম মিরর অনলাইন জানায়, যখন বাস চালক ঐ অজ্ঞাত নারীকে লক্ষ্য করেন ততক্ষণে সে এক পা সেতুর রেলিংয়ের ওপারে রেখে ফেলেছিল।
পরে ঐ চালক বাস থেকে নেমে আত্মহত্যা করতে যাওয়া নারীকে বাধা দেন এবং অন্য যাত্রীদের সহযোগিতায় তাকে নিরাপদে বাসে তুলে নেন।
নানজিংয়ের ইয়াং সেতুর উপর থেকে ঝাঁপ দিতে চাওয়া ঐ নারীর বয়স ৩০ বছর হবে বলে ধারণা করা হচ্ছে।
ভিডিও ফুটেজে দেখা যায়, উদ্ধার করার সময় চালক ও যাত্রীদের বাধা দিচ্ছিলেন। যেহেতু কয়েকজন মিলে চেষ্টা করছিলেন, এক পর্যায়ে সবাই ঐ নারীকে নিরাপদে বাসে তুলতে সক্ষম হন।
উদ্ধারের পুরো ঘটনাটি ছিল এক মিনিটেরও কম সময়ের। পরে চালক যাত্রীরা পুলিশ ডাকেন এবং ঐ নারীকে কাউন্সিলিংয়ের জন্য পাঠান হয়।
তবে ঠিক কী কারণে সে আত্মহত্যা করতে চেয়েছিলেন, এ ব্যাপারে কিছু জানা যায়নি।
ভিডিও:
https://youtu.be/PZibibb5PuI
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন