আত্মহত্যা করেছেন প্রীতি জিনতার ভাই

আত্মহত্যা করেছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার ভাই নিতিন চৌহান। শুক্রবার সকালে রাস্তার পাশে নিজের গাড়ির ভেতরে থাকা অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। অভিনেত্রীর ভাই নিতিন সিমলায় থাকতেন। নিতিনের ঘনিষ্ঠমহল সূত্রে খবর, স্ত্রীর সঙ্গে বছর দুয়েক আগে তার বিচ্ছেদ হয়। স্ত্রী ও শ্বশুরবাড়ির চাপেই আত্মহত্যার পথ বেছে নেন নিতিন। নিতিনের গাড়ির ভিতর থেকে পুলিশ একটি পিস্তল এবং একটি সুইসাইড নোট উদ্ধার করেছে।
স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ নিয়ে আদালতে একটি মামলাও চলছিল। শুক্রবার ছিল সেই মামলার শুনানি। ওদিকে নিতিনের পরিবার জানিয়েছে, বৃহস্পতিবার রাতে খাওয়ার পর ঘুমুতে যান তিনি। সকালে নিতিনকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকেরা। এরই মধ্যে প্রতিবেশীদের একজন বাড়ি থেকে কিছুটা দূরে নিতিনের গাড়ি দেখতে পেয়ে খবর দেন। খবর দেওয়া হয় পুলিশকেও। পুলিশ এসে গাড়ির ভিতর থেকে নিতিনের নিথর দেহ উদ্ধার করে।
তদন্তে নেমে পুলিশ নিতিনের গাড়ি এবং বাড়ি থেকে দু’টি সুইসাইড নোট উদ্ধার করে। ওই নোটে স্ত্রী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে মানসিক অত্যাচারের অভিযোগ তুলেছেন নিতিন। ওই নোটে এটাও লেখা ছিল যে, তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে।
পরিবারের অভিযোগের ভিত্তিতে নিতিনের স্ত্রী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে পুলিশ। নিতিনের পরিবারের দাবি, কোনো অস্ত্রই তাদের বাড়িতে ছিল না। তাই নিতিনের কাছে পিস্তল কোথা থেকে এলো তা খতিয়ে দেখছে তদন্ত কর্মকর্তারা।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন