আদরের ছোট বোনকে ২৫ কোটির ফ্ল্যাট উপহার দিলেন সালমান খান!
সালমান খানের বোন অর্পিতা খান শর্মা যে তার তিন ভাইয়ের চোখের মণি সেটা অর্পিতার বিয়ের সময়ই বোঝা গিয়েছিল। হায়দরাবাদের ফলকনামা প্রাসাদে অর্পিতার বিয়ের জাঁকজমকপূর্ণ আয়োজন দেখেই বোঝা গিয়েছিল, ছোট বোনকে চোখে হারান সালমান।
এবার নানা মহলে জল্পনা শোনা যাচ্ছে, বোনকে ফ্ল্যাট উপহার দিয়েছেন সলমন। সূত্রের খবর, সেই ফ্ল্যাটের আনুমানিক মূল্য ২৫ কোটি। মুম্বাইয়ের অন্যতম অভিজাত এলাকা বান্দ্রায় ফ্লাইং কার্পেট নামের একটি বিল্ডিংয়ে নতুন এই ফ্ল্যাট কিনেছেন অর্পিতা এবং আয়ুষ।
ডুপ্লে ফ্ল্যাটটির আয়তন চার হাজার স্কোয়্যার ফুট। বিভিন্ন নির্মাতা সূত্রে খবর, ওই এলাকায় প্রতি স্কোয়্যার ফুটের দাম ৫০ হাজার থেকে ৫৫ হাজার টাকার আশেপাশে। তাহলে ফ্ল্যাটটির আনুমানিক মূল্য দাঁড়াচ্ছে ২৫ কোটি টাকা।
এপ্রসঙ্গে অবশ্য প্রকাশ্যে কোনও মন্তব্য করতে রাজি হননি অর্পিতা। তবে বিভিন্ন নির্মাণ সংস্থার দাবি, এই প্রপার্টি কিনতে অর্পিতাকে সাহায্য করেছেন তার ভাইজান। তবে অর্পিতা-আয়ুষের এক বন্ধুর দাবি, এই ফ্ল্যাট তারাই কিনেছেন। সালমানের এখানে কোনও ভূমিকা নেই।
তবে বোনকে এর আগেও বহুবার নানা ভাবে আদর দিয়েছেন সালমান। গতবছর অর্পিতার ছেলে আহিল হাসপাতাল থেকে বাড়ি আসতে ভাগ্নেকে একটি বিএমডব্লু উপহার দিয়েছিলেন মামা সালমান।
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন