আদালতে বাদী-সাক্ষীর ওপর হামলা : গ্রেফতার ২
লক্ষ্মীপুর জেলা জজ আদালত চত্বরে মামলার বাদী ও সাক্ষীসহ তিনজনকে মারপিটের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পৌরসভার লাহারকান্দি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, একই এলাকার গোলাম মোস্তফার ছেলে মো. সাজু ও আবুল কালামের ছেলে মো. মঞ্জু।
এর আগে সোমবার দুপুরে লক্ষ্মীপুর জেলা জজ আদালত এলাকায় একটি মামলার বাদী ও সাক্ষীসহ তিনজনকে বেদম মারধর করা হয়। এতে মামলার বাদী রহিমা বেগমের দুইটি দাঁত ভেঙে যায়।
এদিকে, এ ঘটনায় দায়ের করা মামলার সাক্ষী হওয়ায় ফারুক হোসেন নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালককে মঙ্গলবার সকালে মারধরের অভিযোগ উঠেছে ওই আসামিদের বিরুদ্ধে। তিনি সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
লক্ষ্মীপুর মডেল থানার এসআই নাজমুন নাহার জানান, আদালত চত্বরে বাদী-সাক্ষির ওপর হামলায় ঘটনায় রহিমা বেগম বাদী হয়ে চারজনের নাম উল্লেখ ও পাঁচ থেকে ছয়জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, চাঁদা দাবি ও জমি দখলের চেষ্টার মামলায় সাক্ষ্য দিয়ে বের হলে লক্ষ্মীপুর জজ আদালত চত্বরের জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে মামলার বাদী রহিমা বেগম (৬০), তার ছেলে সাক্ষী মাকছুদুর রহমান (৪০) ও সিএনজিচালিত অটোরিকশাচালক ফারুক হোসেন (৪৫) বেদম মারধর করে মামলার আসামিরা। এতে বাদীর তিনটি দাঁত ভেঙে যায়।
এই সংক্রান্ত আরো সংবাদ
রায়পুরায় বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
‘আওয়ামী লীগ দেশের উন্নয়নের জন্য কাজ করে, ঘরের ছেলে ঘরেবিস্তারিত পড়ুন
মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় চার ফার্মেসিকে জরিমানা
লক্ষ্মীপুর জেলায় মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় ৪টি ফার্মেসিকে ৫২ হাজার টাকাবিস্তারিত পড়ুন
অবৈধ কোরবানির হাটে আদায় লাখ-লাখ টাকা! মোল্লার হাট
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার একটি জনপ্রিয় হাট হচ্ছে মোল্লার হাট। কোরবানিবিস্তারিত পড়ুন