আদালত থেকে ১০ সহযোগীসহ বিএনপি নেতার পলায়ন
আদালতে আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর হওয়ায় বগুড়া জেলা জজ আদালত থেকে পুলিশ ও আইনজীবীর চোখ ফাঁকি দিয়ে ১০ সহযোগীসহ পালিয়ে গেছেন বিএনপি নেতা ও গাবতলী উপজেলা চেয়ারম্যান মোর্শেদ মিল্টন। পরে এ ঘটনাটি জানাজানি হওয়ার পর আদালত চত্বরে তোলপাড় শুরু হয়।
এ ব্যাপারে মোর্শেদ মিল্টনের নিযুক্ত আইনজীবী ও সাবেক পিপি এ্যাড, সাইফুল ইসলাম জানান, ২০১৪ সালে নির্বাচনী সহিংসতায় দায়েরকৃত একটি (বর্তমান নং- ২৬৮/১৬) মামলায় জামিনের জন্য বগুড়া জেলা জজ আদালতে আসেন বিএনপি নেতা গাবতলী উপজেলা চেয়ারম্যান মোর্শেদ মিল্টন ও এই মামলার অপর ১০ আসামি। আদালতে এই মামলাটি ওঠার পর জেলা জজ আ,ম, মোঃ সাঈদ মোর্শেদ মিল্টন ও অপর ১০ আসামির জামিন নামঞ্জুর করেন। বুধবার বিকালে এ আদেশের পর মোর্শেদ মিল্টন ও তার সহযোগীরা ভীড়ের সুযোগে আদালত থেকে সটকে পড়ে। পরে বিষয়টি জানাজানি হলে পিপি ও আসামীদের আইনজীরা হতভম্ব হয়ে পড়ে।
বগুড়া জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এ্যাড, আব্দুল মতিন এ ঘটনার সত্যতা স্বীকার করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
বগুড়ার ৩টি উপজেলায় নির্বাচন; ১৫৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ
রাত পোহালেই বগুড়ার তিন উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলীতে ৬ষ্ঠবিস্তারিত পড়ুন
বিএনপি নেতাকর্মীরা বগুড়ায় আ.লীগ নেতার নির্বাচনী প্রচারণায়
বর্তমানে চলছে উপজেলা নির্বাচন। জাতীয় নির্বাচনের মত এই উপজেলা বির্নাচনেওবিস্তারিত পড়ুন
বিএনপি সভাপতি কারাগারে, শনিবার বগুড়ায় অর্ধ দিবস হরতাল
সরকারের বিভিন্ন সময়ে দায়ের করা মামলায় বগুড়া জেলা বিএনপি সভাপতিবিস্তারিত পড়ুন