বৃহস্পতিবার, অক্টোবর ২৩, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আনন্দবাজারের ওপর পরীমনির ক্ষোভ

ভারতের পশ্চিমবঙ্গের প্রভাবশালী পত্রিকা আনন্দবাজারে গতকাল শুক্রবার প্রকাশিত সাক্ষাৎকার নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সময়ের আলোচিত নায়িকা পরীমনি। তিনি দাবি করেছেন, সাক্ষাৎকারে তিনি বলেননি এমন অনেক কথাই প্রকাশ করেছে পত্রিকাটি। আনন্দবাজারের মতো একটি নামিদামি পত্রিকার কাছ থেকে এমনটা আশা করেন না বলেও জানান নায়িকা পরীমনি।

পরীমনি তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে লিখেছেন: ‘হে, ভারতের আনন্দ বাজার পত্রিকা। আমি পরী। বাংলা ছবির নায়িকা। আর এ খ্যাতিটা আমাকে দিয়েছে আমার দেশের চলচ্চিত্র, আমার দেশের মানুষ, আমার দেশ। আর সেই আমার দেশের সাদা মনের মানুষদের নিয়ে কটুক্তি করার মতো জারজ আমি নই।

হা আমি সেই বেজন্মাকে হিংসুটে বলেছি যে হিংসার বশে আমার নামে মিথ্যা নোংরা খবর রটেছিলো। তার মানে এটা নয় যে আমি আমার বাংলাদেশের মানুষকে হিংসুটে বলেছি। আর যেটা শিরোনাম করেছেন সেটা ছিলো যদির উপর ভিত্তি করে। ধরুন, যদি আমি এখন প্রধানমন্ত্রী হই তাহলে (………….)

ওটাও অমনই বলেছিলাম যে আমি অভিনয় শিল্পী। চরিত্রের প্রয়োজনে আমাকে খুনী, পুলিশ, ডাক্তার, গোয়েন্দা এবং যদি বিকিনি প্রয়োজন হয় আমি করতে পারবো। তার মানে এই দারায় না যে আমি ওই বিকিনিই পরবো। এমন “যদি “প্রশ্নের উত্তর শিরোনাম হওয়া আসলেই দুখঃ জনক। জানিনা ,ভারতের পত্রিকা আমাদের বাংলাদেশের শিল্পীদের নিয়ে দু’কলম হিজিবিজি লিখে এরকম অসস্তিকর অবস্থায় কেন ফেলে দেয়!!!

হয়তোবা ইচ্ছাকৃত হয়তোবা না বোঝার ভুল। ভুলে আমার সন্দেহ আছে। কারণ, ভুল বারবার হওয়াটা অস্বাভাবিক। আর বড় কোনো্ ভুল করার পর আরো বেশি সচেতন হওয়াটা স্বাভাবিক। এরকম বাজে রকম ভুল নুসরাত আপুকে নিয়েও করেছিলেন ভারতের পত্রিকা ।

আমি ইন্টারভিউ শেষে এটাও বলেছিলাম যে, দয়াকরে যেমনটা উত্তরগুলো দিয়েছি তেমনটাই ছাপাবেন আশাকরি। এবং কোথাও যদি দ্বিধা মনে হয় আপনি আবার প্রশ্ন করতে পারেন। এবং যা ছাপিয়েছেন এগুলো শেষের দিকের প্রশ্ন ছিলো।

এর বাইরে আপনাকে আমি অনেক প্রশ্নের উত্তর দিয়েছিলাম। যেখানে আমার পছন্দের অনেক কিছুই বলেছি। তার মধ্যে আমার প্রিয় পোশাকের কথা জানতে চাওয়াতে বলেছিলাম, আমি বাংঙালি মেয়ে। আমার ছোট্ট বেলা থেকেই শাড়ি ভালো লাগে।

তবে শুটিং এ আমাকে নানাধরণের পোশাক পরতে হয়। আর তখনই আপনি ওই “যদি” প্রশ্নটা করেছিলেন। কিন্ত ছাপানোর সময় আপনি অনেক প্রয়োজনীও কথা আপনি আপনার নিজের ঝুলিতে রেখে দিলেন আর আমার ভক্তদের বিভ্রান্ত করলেন।

ছাড়ি এবার, যথেষ্ট সম্মান দিয়েছি। এটা রাখার চেষ্টা করুন। সম্মান দেয়াটা আমার কতর্ব্য ছিলো আর সম্মানটা ধরে রাখার দ্বায়িত্ব কেবলই আপনার।

আর আমাদের পত্রিকা আপনাদের দেশের শিল্পীদের একটু বেশিই সম্মান করে। কারণ, আমরা বাঙালীরা অতিথিপরায়ন।

পরী দেশের গণমাধ্যম সম্পর্কেও তার স্ট্যাটাসে লিখেছেন: “হে, আমারদেশের পত্রিকা। আমরাই সেরা। আমরাই সত্যি। আমরাই শক্তি। আরে আপনাদের তো গর্ব করা উচিত যে আপনাদের দেশের একজন শিল্পী, আপনাদের গরা পরীকে নিয়ে বিদেশেও খবর ছাপায়। অন্য দেশের এক সংবাদের উপর ভিত্তি করে কিছু লিখলে সেটা একতরফা এবং সেই লেখায় যদি আমাকে ছোট করে কিছু লেখা হয়। সেটা হবে অন্যায়, সেটা আমাকে না বরং আপনি নিজেকে ছোট করলেন, আপনার কর্মকে ছোট করলেন, আপনার দেশকে ছোট করলেন। কারণ, আপনি আপনার দেশের শিল্পীকে অসম্মান করছেন একটা বিদেশি পত্রিকার উপর ভিত্তি করে! এর থেকে দুখঃজনক কিছু হয় না। বরং এর প্রতিবাদ করা উচিত।

কারণ এই পরীটা আপনাদের। তার সম্মান তো আপনাদের সম্মান। আর আমি আমারদেশের সাংবাদিকদের শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে অনুরোধ জানাচ্ছি, দয়াকরে আমাকে প্রশ্ন করে, বিযয়গুলো বিস্তারিত জেনে সংবাদ করবেন আশাকরি। আমি প্রচণ্ড রকম সাহস রাখি সরাসরি, খোলামেলা এবং সত্যি বলার।”

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত