আন্তর্জাতিক ইউনিফায়েড ক্রিকেট শুরু কাল
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আগামীকাল শুরু হচ্ছে দ্বিতীয় সাউথ এশিয়ান ইউনিফায়েড ক্রিকেট টুর্নামেন্ট। বাংলাদেশ ও ভারতের ২ টি করে দলের সঙ্গে শ্রীলংকা ও পাকিস্তানের একটি করে দল এতে অংশ নেবে।
এ উপলক্ষে এক সংবাদ সম্মেলন আজ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সম্মেলনে বক্তব্য রাখেন স্পেশাল অলিম্পিক বাংলাদেশের চেয়ারম্যান শামীম মতিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান আসাফ উদ দাওলা, বাংলাদেশের ২ টি দলের দুই দলনেতা খায়রুল ইসলাম খান ও শওকতুর রহমান চিনু, মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা কামরুন নাহার ডানা এবং স্পেশাল অলিম্পিকের জাতীয় পরিচালকের প্রতিনিধি ফারুকুল ইসলাম।
সংবাদ সম্মেলনে জানানো হয় , প্রত্যেকটি দলে ছয়জন বুদ্ধি প্রতিবন্ধী এবং পাঁচজন স্বাভাবিক ক্রিকেটার অংশ নেবেন। ২০ ওভারের টুর্নামেন্টে উইকেট কিপার ছাড়া প্রত্যেক খেলোয়াড় ২ ওভার করে বল করতে পারবেন। ব্যাট করবেন সবাই। প্রত্যেকে ২ ওভার করে ব্যাটিংয়ের সুযোগ পাবেন। ২ ওভারের মধ্যে আউট হলে পয়েন্ট কাটা যাবে। কিন্তু তাকে ২ ওভারই খেলতে হবে।
২০১৪ সালে এই টুর্নামেন্টের প্রথম আসর বসেছিল ঢাকায়। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল ভারত আর রানার্সআপ হয়েছিল স্বাগতিক বাংলাদেশ। টুর্নামেন্টের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন