আন্তর্জাতিক ক্রিকেটে সাব্বিরের নিষেধাজ্ঞা কার্যকর
মাঠে এবং মাঠের বাইরে বিতর্কিত কর্মকাণ্ডের দায়ে জাতীয় দলের তারকা ক্রিকেটার সাব্বির রহমানকে আন্তর্জাতিক ক্রিকেটে ছয় মাস নিষিদ্ধ করার সুপারিশ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডিসিপ্লিনারি কমিটি। অবশেষে সোমবার (৩ সেপ্টেম্বর) শৃঙ্খলা কমিটির সুপারিশ অনুমোদন করেছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন এ খবর নিশ্চিত করেছেন।
জাতীয় দলের তারকা ক্রিকেটার হয়েও একের পর এক শৃঙ্খলাভঙ্গ করেছেন সাব্বির রহমান। ঘরোয়া ক্রিকেটে সাময়িক নিষিদ্ধ এবং আর্থিক জনিমানা করেও এই মারকুটে ব্যাটসম্যানের লাগাম টেনে ধরা যায়নি। শৃঙ্খলাভঙ্গের দায়ে শনিবার শুনানির জন্য বিসিবি ডিসিপ্লিনারি কমিটি তলব করে সাব্বির রহমানকে। শুনানির পর তাকে ছয় মাস নিষিদ্ধের সুপারিশ করে কমিটি।
তবে নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত ছিলেন সাব্বির রহমান। শুনানিতে এসে তিনি নিজের ভুল স্বীকার করেছেন বলে জানিয়েছেন বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক। তিনি বলেন, ‘সে অনুতপ্ত। সে ভবিষ্যতে এ রকম কিছু করবে না বলে প্রতিজ্ঞা করেছে। সে অনেক কিছু স্বীকারও করেছে। তবে ফেসবুকে ভক্তকে গালাগাল করার বিষয়টি স্বীকার করেননি সাব্বির। সে বলেছে হ্যাক হয়েছিলো। বাকি কার্যকলাপের বিষয়ে সে কিছু বিষয় স্বীকার করেছে। ওই বিষয়ে তাকে নির্দেশনাও দেয়া হয়েছে।’
গত ডিসেম্বরে রাজশাহীতে জাতীয় লিগের ম্যাচ চলাকালে এক কিশোরকে পিটিয়েছিলেন তিনি। ওই অপরাধে জানুয়ারিতে ঘরোয়া ক্রিকেট থেকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয় সাব্বিরকে। এ ছাড়া ব্যক্তিগত জীবনে আরও অনেক বিশৃঙ্খল আচরণের অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। অতীতে শাস্তি পেলেও আচরণে তার কোনো পরিবর্তন আসেনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন