আন্তর্জাতিক সব চুক্তি সংসদে তোলার দাবি টিআইবির
আন্তর্জাতিক সব চুক্তি সংসদে উত্থাপন ও আলোচনার দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
আজ রোববার রাজধানীর ধানমণ্ডির মাইডাস সেন্টারে আয়োজিত দশম সংসদের সপ্তম থেকে ত্রয়োদশ অধিবেশনের ওপর গবেষণা প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে এ কথা জানানো হয়।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘আমাদের জানামতে ৫৯টি চুক্তি হয়েছে। সেগুলো উপস্থাপিত হয় নাই, আলোচিত হয় নাই। বিষয়টিকে আমরা উদ্বেগের ক্ষেত্র হিসেবে চিহ্নিত করেছি। ভারত সফরসহ বাংলাদেশে যে সমস্ত আন্তর্জাতিক চুক্তি হবে, সেগুলো সংসদে আলোচনা হওয়া অবশ্যই উচিত।’
অনুষ্ঠানে টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামাল বলেন, ‘শুধু এসে বলা না, তিনি (প্রধানমন্ত্রী) তো যাওয়ার আগেই আমাদের বলে যাবেন। কী কী চুক্তি করা হচ্ছে, কী কী বিষয় নিয়ে আলোচনা হবে। তবে কিছু কিছু বিষয় আছে, যেগুলো জাতীয় নিরাপত্তার স্বার্থে ও রকমভাবে বলা হয় না। কিন্তু তারপরও জনগণের জানার অধিকার থাকে, সেটার একটা ভিন্ন পন্থা থাকে।’
টিআইবি বলছে, বর্তমান সংসদ কার্যকর কি না, তা বলার সময় এখনো আসেনি। প্রথম ছয় অধিবেশনের তুলনায় পরের সাত অধিবেশনে বিরোধী দলের সক্রিয় ভূমিকা পালনের প্রচেষ্টা ছিল। তবে সরকার ও বিরোধী দলে থাকার দ্বৈত ভূমিকার কারণে তাদের মতামত সেভাবে গুরুত্ব পায়নি। সংসদের বাইরের রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে অসংসদীয় ভাষা ব্যবহার অব্যাহত রয়েছে বলে টিআইবির প্রতিবেদনে উঠে এসেছে। সংসদকে কার্যকর করতে আচরণবিধি পরিবর্তন ও আন্তর্জাতিক সব চুক্তি নিয়ে আলোচনাসহ বেশকিছু সুপারিশ তুলে ধরে সংগঠনটি।
এই সংক্রান্ত আরো সংবাদ
উপদেষ্টা মাহফুজ: সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করুন
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন,“গণ-অভ্যুত্থান ও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থেবিস্তারিত পড়ুন
বড় ব্যবধানে অ্যান্টিগা টেস্টে হারলো বাংলাদেশ
চতুর্থ দিনেই অ্যান্টিগা টেস্টের ফল কোন দিকে গড়াচ্ছে, তা নির্ধারণবিস্তারিত পড়ুন
কিশোরগঞ্জে মা-বাবা ও ২ সন্তানের মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় একই পরিবারের চার জনের মরদেহ উদ্ধার করেছেবিস্তারিত পড়ুন