আন্তর্জাতিক সব চুক্তি সংসদে তোলার দাবি টিআইবির

আন্তর্জাতিক সব চুক্তি সংসদে উত্থাপন ও আলোচনার দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
আজ রোববার রাজধানীর ধানমণ্ডির মাইডাস সেন্টারে আয়োজিত দশম সংসদের সপ্তম থেকে ত্রয়োদশ অধিবেশনের ওপর গবেষণা প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে এ কথা জানানো হয়।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘আমাদের জানামতে ৫৯টি চুক্তি হয়েছে। সেগুলো উপস্থাপিত হয় নাই, আলোচিত হয় নাই। বিষয়টিকে আমরা উদ্বেগের ক্ষেত্র হিসেবে চিহ্নিত করেছি। ভারত সফরসহ বাংলাদেশে যে সমস্ত আন্তর্জাতিক চুক্তি হবে, সেগুলো সংসদে আলোচনা হওয়া অবশ্যই উচিত।’
অনুষ্ঠানে টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামাল বলেন, ‘শুধু এসে বলা না, তিনি (প্রধানমন্ত্রী) তো যাওয়ার আগেই আমাদের বলে যাবেন। কী কী চুক্তি করা হচ্ছে, কী কী বিষয় নিয়ে আলোচনা হবে। তবে কিছু কিছু বিষয় আছে, যেগুলো জাতীয় নিরাপত্তার স্বার্থে ও রকমভাবে বলা হয় না। কিন্তু তারপরও জনগণের জানার অধিকার থাকে, সেটার একটা ভিন্ন পন্থা থাকে।’
টিআইবি বলছে, বর্তমান সংসদ কার্যকর কি না, তা বলার সময় এখনো আসেনি। প্রথম ছয় অধিবেশনের তুলনায় পরের সাত অধিবেশনে বিরোধী দলের সক্রিয় ভূমিকা পালনের প্রচেষ্টা ছিল। তবে সরকার ও বিরোধী দলে থাকার দ্বৈত ভূমিকার কারণে তাদের মতামত সেভাবে গুরুত্ব পায়নি। সংসদের বাইরের রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে অসংসদীয় ভাষা ব্যবহার অব্যাহত রয়েছে বলে টিআইবির প্রতিবেদনে উঠে এসেছে। সংসদকে কার্যকর করতে আচরণবিধি পরিবর্তন ও আন্তর্জাতিক সব চুক্তি নিয়ে আলোচনাসহ বেশকিছু সুপারিশ তুলে ধরে সংগঠনটি।
এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন