আপনজনের সঙ্গে ডেটিং করা যায় কিনা ’কীভাবে বুঝবেন
রথম ডেটিংয়ের যাওয়ার ক্ষেত্রে ছেলেদের বিভিন্ন বিষয়ে খেয়াল রাখতে হয়। চোখ রাখতে হয় নানা আয়োজনের দিকেও। একটি ভালো রেস্টুরেন্ট নির্বাচন করা। সেই সঙ্গে মুখরোচক খাবার বেছে নেওয়া। আর সঙ্গে থাকে নানা কৌশলী প্রশ্নের তালিকা। সম্প্রতি প্রথম ডেটিংয়ের বিষয়ে পরামর্শ নিয়ে এগিয়ে এসেছেন নিউইয়র্ক টাইমসের সাংবাদিক ও কমেডিয়ান আজিজ আনসারি এবং সামাজিক বিজ্ঞানী এরিক ক্লিনেনবার্গ। ক্লিনেনবার্গ তার ‘মডার্ন রোমান্স’ বইয়ে তিনটি প্রশ্নের কথা লিখেছেন। এর মাধ্যমে আপনাদের সম্পর্কের আসল চেহারা প্রকাশ পেয়ে যাবে। চলুন তাহলে আজ সেই তিনটি প্রশ্ন জেনে নেই।
১. তুমি কি হরর মুভি পছন্দ কর?
২. অন্য কোনো দেশে কখনো একা ঘুরতে গিয়েছো?
৩. একটা নৌকা নিয়ে নদীতে বেরিয়ে যাওয়া কী দারুণ মজার বিষয় না?
ওকেকিউপিড ট্রেন্ড রিসার্চর এক প্রতিষ্ঠাতা ক্রিস্টিয়ান রুডার জানান, আপনার সঙ্গী বা সঙ্গিনী এই প্রশ্নগুলোর যে উত্তর দেবেন, তাকে আপনাদের সম্পর্কের কার্যকারিতা স্পষ্ট হয়ে উঠবে।
৩৪ হাজার ২৬০ জন জুটির ওপর গবেষণা চালিয়ে এ সিদ্ধান্তে আসেন গবেষকরা। ওই গবেষণায় দেখা গেছে, ৩২ শতাংশ প্রেমিক-প্রেমিকা ওই তিনটি প্রশ্নের জবাব ইতিবাচকভাবে দিয়েছেন।
একটি মানুষ কীভাবে তার স্ট্রেসকে জয় করেন তা এই তিনটি প্রশ্নের জবাব দেওয়ার সময় বোঝা যায়। আনসারি এবং ক্লিনেনবার্গের উদ্দেশ্য হলো, অনলাইন ডেটিংকে কার্যকর করে তোলা। এ প্রশ্নের জবাব পাওয়ার মাধ্যমে আপনি আসলে বুঝতে পারবেন, ছেলে বা মেয়েটির সঙ্গে ডেটিং করা যায় কি-না। অনলাইন ডেটিংয়ে মূলত খুব বেশি খুনসুটি চলে। তাই সত্যিকার মানুষটিকে খুঁজে পেতেই এ ধরনের প্রশ্ন করাকে বেশ কাজের বলে মনে করেন তারা।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন