আপু এভাবেই আমি ওকে দিনের পর দিন…
আপু আমি আমার এই ছোট্ট জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা আপনার সাথে শেয়ার করতে চাই। আমি মালিবাগ একটি বাসায় থাকতাম ঢাকা কলেজ পড়াকালীন, আমাদের বাসায় কাজের জন্য এক পরিচিত মহিলাকে বলি, উনি অনেক চেষ্টা করে একজন কে ঠিক করে দেন কিছুদিন পরে। আমি প্রথমে দেখে বিশ্বাসই করতে পারিনি যে এই মেয়েই বাসায় কাজ করবে, এত সুন্দর সেটা আমি বলে বোঝাতে পারবো না। মেয়েটির নাম দিনা। ও কাজ শুরু করার অল্প দিনের মধ্যেই আমার সাথে বেশ ভালোই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিলো।
পরে একদিন জানতে পারলাম ও বিবাহিত এবং প্রেম করেই বিয়ে করেছে। গ্রামের মেয়ে স্বামী ব্যাবসা করতে যেয়ে সবকিছু লস করেছে, তাই ঢাকায় চলে এসেছে। স্বামী চাকরি খুজছে লেখাপড়া খুব বেশী জানে না। ওরবিয়ের কথা শুনে আমি ভেংগে পড়লাম কিন্তু হাল ছাড়েনি। আমি দিনা কে ভালোবাসার প্রস্তাব দিলে, দিনা বলে এটা এই জনমে সম্ভব না। আর্থিক অনটনের কারণে ওদের সংসারে সবসময় অশান্তি লেগেই থাকতো, তাছাড়া দিনা এর স্বামীর কিছু শারিরীক সমস্যা ও ছিলো। আমি বিভিন্ন ভাবে সাহায্য করতাম, ও আস্তে আস্তে আমার প্রতি ও দুর্বল হয়ে যায়। আমাদের সম্পর্ক এক সময়ে প্রনয়ে রুপ নেই। দৈহিক ভাবে আমরা সুযোগ পেলেই মিলিত হই, ওর একটি ছেলে আছে তবুও আমি কাজলকে বিয়ে করবো এই বলে আশা দিয়ে রাখি।
কিন্তু আজ বলছি আমার পক্ষে ওকে বিয়ে করা সম্ভব ছিলো না কারণ আমার পরিবার থেকে সেটা মেনে নিবে না। একদিন কোন একটা কারণে বাড়িওয়ালা আমাকে বাসা ছেড়ে দিতে বলে, আমার সাথে এক বন্ধু থাকতো নাম রাজন। রাজন কলেজের হলে চলে যায়। যেহেতু দিনার স্বামীর সাথেও আমার ভালো সম্পর্ক ছিলো তাই, আমি দিনার বাসায় উঠি। ওদের রুমের পাশেই একটা চিপা জায়গা ছিলো সেখানেই থাকতাম, ইতিমধ্যে আমি ওর স্বামীকে একটি চাকরির ব্যাবস্থা করে দিই, লক্ষ্য একটাই দিনাকে একান্তে কাছে পাওয়া। আমাদের ভিতরে এই সম্পর্ক এভাবে চলতে থাকে দিনের পর দিন, কোন একটি সুত্রধরে দিনার স্বামি এই সম্পর্কের কথা জানতে পারে। আমি ওদের বাসা থেকে পালিয়ে চলে আসি। দিনাকে ব্যাপক মারধর করে, কিছুদিন পরে দিনাকে তালাক দিয়ে দেয়।
দিনা আমার কাছে চলে আসতে চায় কিন্তু আমার পক্ষে দিনাকে বিয়ে করা সম্ভব না। আবার নিজের কাছে নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে, আমি কেন এভাবে দিনার জীবন টা নষ্ট করলাম, দিনার তো কোন দোষ ছিলো না। আপু আমি না পারছি সহ্য করতে না পারছি কিছু করতে, এখন আপু প্লিজ আমাকে কিছু বলুন আমি এখন কি করতে পারি?
*পরামর্শ*
আপনি নিজেই বলছেন আপনার কিছুই করার নেই, তাহলে আমি কি পরামর্শ দিবো? আপনি ওই মেয়েটিকে মন থেকে ভালোবাসেননি। নিজের কু লালসা চরিতার্থ করার জন্যই আপনি তাকে বেঁচে নিয়েছিলেন, এভাবে একটি মেয়ের জীবন কেন নষ্ট করলেন? মেয়েটিকে কেন এভাবে ফাঁদে ফেললেন? আমার তো মনে হয়, আপনি একজন মনুষ্যরুপী জানোয়ার। আপনার শিক্ষার কোন মুল্য নেই, আপনার মতো ভন্ডরা সমাজের কান্সার। আপনার মত কিছু পুরুষের কারণে সমাজে নারীদের এত দুরাবস্থা।
এই সংক্রান্ত আরো সংবাদ
চা কন্যা খায়রুন ইতিহাস গড়লেন
চা শ্রমিকদের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়ে সব মহলেই পরিচিত হবিগঞ্জেরবিস্তারিত পড়ুন
চার্জ গঠন বাতিল চেয়ে রিট করবেন ড. ইউনূস
শ্রমিক-কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড.বিস্তারিত পড়ুন
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন