আফ্রিদিকে ফোন করে বন্ধুত্বের প্রস্তাব রাখলেন কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান !!

পাকিস্তান সুপার লিগ-পিএসএলের এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছে পেশোয়ার জালমি। জালমির মালিক জাভেদ আফ্রিদি। শিরোপা জয়ের পরই আফ্রিদিকে ফোন করেন বলিউড কিং ও আইপিএলের ফ্রাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মালিক শাহরুখ খান।
বিষয়টি নিশ্চিত করেছেন পেশোয়ারের মালিক জাভেদ আফ্রিদি নিজেই।
তিনি জানান, চ্যাম্পিয়ন হওয়ার পরেই তিনি শাহরুখের ফোন পেয়েছিলেন। তারপরেই তিনি নাকি বন্ধুত্বের প্রস্তাব রাখেন পেশোয়ার জালমির মালিক জাভেদ আফ্রিদির কাছে। একই সঙ্গে কেকেআর এবং পেশোয়ারের মধ্যে একটি ম্যাচ আয়োজনের প্রস্তাব দেন শাহরুখ।
জাভেদ জানান, কেকেআরের সঙ্গে পেশোয়ারের তিন ম্যাচের এক সিরিজ খেলার প্রস্তাব দিয়েছেন শাহরুখ। সিরিজ লন্ডন অথবা দুবাইয়ের নিরপেক্ষ ভেন্যুতে হওয়ার ব্যাপারে কথা বলেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন