শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আবারও অনুমোদনহীন পণ্য বিক্রি, স্বপ্নকে জরিমানা

বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে এসিআই লিমিটেডের চেইন সুপার শপ ‘স্বপ্ন’কে আবারও জরিমানা করা হয়েছে। এবার প্রতিষ্ঠানটির রাজধানীর পান্থপথের শাখাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

গতকাল রোববার ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫) ও বিএসটিআইয়ের যৌথ অভিযানে এই জরিমানা করা হয়।

এপিবিএন ৫-এর অপারেশন্স অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সাইদুর রহমান, ঢাকা জেলা প্রশাসকের সিনিয়র সহকারী কমিশনার ফারুক আহমেদ এবং বিএসটিআইয়ের পরিদর্শক আফসানা হোসেন এ অভিযান পরিচালনা করেন। আজ সোমবার এপিবিএন ৫-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এএসপি মো. সাইদুর রহমান জানান, গতকাল রোববার বিকেলে পান্থপথের ৫৫/২ নম্বর বাড়িতে অবস্থিত চেইন সুপার শপ স্বপ্নতে অভিযান চালানো হয়। এ সময় বিএসটিআইয়ের অনুমোদন নেই এমন পণ্য বিক্রি করার অভিযোগে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক কাজী জাহিদুল আলমকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ঢাকা জেলা প্রশাসকের সিনিয়র সহকারী কমিশনার ফারুক আহমেদ। ঢাকা মহানগর এলাকায় তাঁদের এই যৌথ ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এর আগে গত ১৪ আগস্ট বিএসটিআইয়ের অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে খিলগাঁওয়ে অবস্থিত স্বপ্নকে চার লাখ টাকা জরিমানা করা হয়। ওই অভিযানটি চালিয়েছিল এপিবিএন-৫, ঢাকা জেলা প্রশাসন ও বিএসটিআই।

ওই অভিযানের ব্যাপারে এএসপি সাইদুর রহমান জানিয়েছিলেন, দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায় খিলগাঁওয়ের সুপার শপ স্বপ্ন বিএসটিআইয়ের অনুমোদনহীন পণ্য যেমন লোশন, শ্যাম্পু, ফেসওয়াস, বডি স্প্রে, টুথপেস্ট, সেভিং ফোম, পাউরুটি, মশার কয়েল, বিভিন্ন প্রকার চকলেট, মধু, আটা ইত্যাদি পণ্য লাইসেন্স ছাড়া বিক্রি করে আসছে, যা বিএসটিআই অধ্যাদেশ ১৯ ও ২৪ ধারা ধারায় শাস্তিযোগ্য অপরাধ। প্রতিষ্ঠানের ম্যানেজার হাসান আল মাহমুদ ওরফে অনিক (২২) তাঁর অপরাধ স্বীকার করলে চার লাখ টাকা জরিমানা করা হয়।

খিলগাঁওয়ের অভিযানের আগে গত বছরের ৮ অক্টোবর উত্তরায় র‍্যাব ১-এর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ আহমেদ ও এএসপি মো. মোর্তাহীন বিল্লাহর নেতৃত্বে স্বপ্ন ও আরেক সুপার শপ আগোরায় ভেজালবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। অভিযানকালে বিএসটিআইর অনুমোদন ছাড়া সেনসোডিন পেস্ট ১০০ মিলিমিটার, জনসন সাবান, ফা টয়লেট সোপ, হারমোনি অরেঞ্জ সাবান, পাপিয়া সাবান, প্যারিস সাবান, পন্ডস ফেইস ওয়াস, লোরিয়াল ইলিভি কালার, জিস্ট লেমন ফ্রেস, বি অ্যান্ড ফ্লাওয়ারস ব্র্যান্ড স্যান্ডাল সোপ, নুডলস পেস্তাজারা, টপি ডিলাং, কেমি সাবান ইত্যাদি পণ্য পাওয়া যায়। এসব পণ্য বাজারজাতকরার দায়ে ভ্রাম্যমাণ আদালত উত্তরার জসিম উদ্দিন মোড়ের শাখাকে তিন লাখ টাকা ও স্বপ্নর আজমপুর শাখাকে দুই লাখ টাকা জরিমানা করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন

ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন

ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন

রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩

রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন

  • জাহাঙ্গীরনগর রণক্ষেত্র, অর্ধশতাধিক আহত 
  • রাজধানীর শনির আখড়া ও ধনিয়ায় গুলিবিদ্ধ ৬
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • মিরপুরে অজ্ঞান পার্টির কবলে কিশোর, খোয়ালো অটোরিকশা
  • নয়াপল্টনে র‍্যাবের অভিযানে অবৈধ ভিওআইপি সরঞ্জামাদিসহ আটক ১
  • গার্ডরুমে সহকর্মীর গুলিতে পুলিশ সদস্য নিহত
  • বাংলাদেশ ব্যাংক ও দুদকের ৭২ কর্মকর্তার চাকরি ছাড়ায় নানা আলোচনা
  • রাজধানীর শিশু হাসপাতালে আগুন
  • বায়ু দূষণ: শীর্ষস্থানে বাংলাদেশ, দ্বিতীয় স্থানে পাকিস্তান
  • ক্ষমা চেয়ে নিচ্ছি, তাড়াহুড়োয় ভুল হয়ে গেছে: বাণিজ্য প্রতিমন্ত্রী
  • রাজধানীতে হাতিরপুলের আগুন নিয়ন্ত্রণে
  • হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া