আবারও বার্সেলোনায় রোনালদিনহো!
শিরোনাম দেখলেই যে কেউ চমকে যাবে। এই বুড়ো বয়সের রোনালদিনহোকে কি তবে সত্যি সত্যি ন্যু ক্যাম্পে দেখা যাবে? বার্সেলোনার কী তবে ভিমরিতিতে ধরেছে। এমন ভেবে থাকলে বলবো, তাহলে খবরের বাকি অংশ পড়ে ফেলুন। রোনালদিনহোকে নিচ্ছে বার্সেলোনাই। তবে এটা আমাদের সবার পরিচিত স্প্যানিশ লা লিগার বার্সেলোনা নয়, এটি হচ্ছে ইকুয়েডরের বার্সেলোনা।
লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরেই রয়েছে বার্সেলোনা স্পোর্টিং ক্লাব। যেটি আবার লা লিগার বার্সেলোনার মত এতটা জনপ্রিয় নয়। শুধু নামের মিলই যা। যদিও এবার দুই বার্সেলোনার সংযো ঘটাতে যাচ্ছেন রোনালদিনহো। একসময় স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সুপারস্টার ছিলেন তিনি। ন্যু ক্যাম্পে থেকে উঠেছিলেন ক্যারিয়ারে চূড়ান্ত সীমায়। বার্সা ছাড়ার পরই ক্যারিয়ারে পতন শুরু হয় ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকার।
এখন অবস্থাটা এমন হয়েছে যে রোনালদিনহোকে ব্রাজিলের কোনো ক্লাব নিতে চায় না। বেশ কিছুদিন তিনি বেকার। ক্লাবই পাচ্ছিলেন না তিনি। তবে ইকুয়েডরের বার্সেলোনার সঙ্গে তার চুক্তি হচ্ছে মাত্র অল্প কিছুদিনের জন্য। এই ক্লাবের হয়ে তিনি ৩০টি প্রীতি ম্যাচ খেলবেন। এরপর ফিরে আসবে ব্রাজিলে নিজের ক্লাব ফ্লুমিনেন্সে।
রোনালদিনহোর ভাই এবং তার এজেন্ট রবার্তো ডি আসিসই মিডিয়াকে জানিয়েছেন ইকুয়েডরের ক্লাবটি রোনালদিনহোর সঙ্গে চুক্তি প্রায় কাছাকাছি নিয়ে এসেছে। ২০১৬ সালে তিনি বার্সেলোনার হয়ে প্রীতি ম্যাচ খেলে
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন