‘আবার আমাকে দেখতে আসবেন’ ফের অস্ত্রোপচার মুক্তামণির
মুক্তামণি ভালো আছে। বৃহস্পতিবার মুক্তামণির হাতের অস্ত্রোপচারের জায়গা ড্রেসিং করা হয়েছে। রক্তনালির টিউমারে আক্রান্ত মুক্তামণির অস্ত্রোপচার হয়েছে গত ১২ আগস্ট। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসকেরা তার ডান হাত থেকে প্রায় তিন কেজি ওজনের টিউমার অপসারণ করেন।
বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়ক সামন্তলাল সেন সংবাদ মাধ্যমকে মুক্তামণির ড্রেসিং এর পরে বলেন, মুক্তামণি ভালো আছে। ওর শারীরিক অবস্থা ভালো থাকলে আগামী সপ্তাহে আরেকটি অস্ত্রোপচার করা হবে। ওর শরীর থেকে সব টিউমার সরাতে আরও পাঁচ থেকে ছয়টি অস্ত্রোপচার লাগবে।
মুক্তামণির মন-মেজাজ তেমন ভালো না। অস্ত্রোপচার কক্ষে নিয়ে অজ্ঞান করে হাতের ড্রেসিং করা হবে বলে সকাল থেকে তাকে কিছু খেতে দেওয়া হয়নি। কিছুক্ষণ পর মুক্তামণি আস্তে করে জানাল, সে ভালো আছে। চলে আসার সময় নিজ থেকেই বলল, ‘আবার আমাকে দেখতে আসবেন।’
সাতক্ষীরায় জন্মের দেড় বছর বয়স থেকে মুক্তামণির ডান হাতের সমস্যার শুরু। প্রথমে হাতে টিউমারের মতো হয়। ছয় বছর বয়স পর্যন্ত টিউমারটি তেমন বড় হয়নি। কিন্তু পরে তার ডান হাতটি ফুলে অনেকটা কোলবালিশের মতো হয়ে যায়। সে বিছানাবন্দী হয়ে পড়ে।
মুক্তামণির রোগ নিয়ে সম্প্রতি গণমাধ্যমে খবর প্রকাশিত হলে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়। গত ১১ জুলাই মুক্তামণিকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তামণির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
চা কন্যা খায়রুন ইতিহাস গড়লেন
চা শ্রমিকদের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়ে সব মহলেই পরিচিত হবিগঞ্জেরবিস্তারিত পড়ুন
চার্জ গঠন বাতিল চেয়ে রিট করবেন ড. ইউনূস
শ্রমিক-কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড.বিস্তারিত পড়ুন
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন