আবেগপ্রবণ ধোনি
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম আসরের নতুন দল রাইজিং পুনে সুপারজায়ান্টসের অধিনায়কের দায়িত্ব পালন করছেন মহেন্দ্র সিং ধোনি। তবে আইপিএলের শুরু থেকে তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন। তাই এবারের আসের তিনি যখন অন্য দলের জার্সি পড়ে মাঠে নেমেছেন তখন অনেক আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন বলে জানান।
চেন্নাইয়ের হয়ে ধোনি দীর্ঘ আট বছর ধরে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। তবে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস দল দুটি দুই মৌসুমের জন্য নিষিদ্ধ হয়েছে। তাই এবারের আসরে এই দুটি দলের পরিবর্তে অংশ নিয়েছে রাইজিং পুনে সুপারজায়ান্টস এবং গুজরাট লায়ন্স। আর এবার ধোনি নেতৃত্ব দিচ্ছেন পুনেকে। কিন্তু চেন্নাইয়ের সেই হলুদ জার্সিটি এখনও তার মনে নাড়া দিয়ে যায়।
ধোনি সংবাদকর্মীদের বলেন, ‘আমি আগেই বলেছিলাম, আমি জানি আমাকে পুনের হয়ে খেলতে হবে। এটা আসলে খুবই আবেগীয় একটি ব্যাপার। ভারতীয় ক্রিকেট দলের হয়ে আমি টি২০ ক্রিকেট খেলা শুরু করি। কিছু টুর্নামেন্টে ঝাড়খন্ডের হয়ে এবং আট বছর চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছি। তাই এটা খুবই আবেগপ্রবণ মুহূর্ত যখন আমি নিজেকে হলুদ সেই জার্সিটিতে দেখতে পাই না।’
তবে ধোনি এইসব আবেগকে পেছনে ফেলেই সামনে এগিয়ে যেতে চান। চেন্নাইয়ের হয়ে তিনি যেমন অবদান রেখেছেন পুনেতেও সেই পারফরম্যান্স দেওয়ার কথাই বলেছেন। এক ইঞ্চিও ছাড় দিতে চান না তিনি নিজের পারফরম্যান্সে।
এবারের টুর্নামেন্টে পুনে তাদের সূচনা জয় দিয়েই করেছে। নিজেদের প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন মুম্বাইকে হারিয়েছে ৯ উইকেটে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন