আমন্ত্রণ কার্ডে নেই কাদের সিদ্দিকী

১১ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত টাঙ্গাইলে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয় বিজয় দিবসের অনুষ্ঠান। ১৯৯০ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত কাদেরিয়া বাহিনী এই অনুষ্ঠান উদযাপন করেছিল। পরে টাঙ্গাইল পৌরসভার আয়োজনে হানাদারমুক্ত দিবস ও বিজয় দিবসের অনুষ্ঠান পালন হয়ে আসছে। এইবার ব্যাপক ঘটা করে এ অনুষ্ঠান পালন করার সিদ্ধান্ত হয়েছে। আমন্ত্রণ কার্ডও ছাপানো হয়েছে, তবে সেই আমন্ত্রণ কার্ডে নাম নেই বঙ্গবীরখ্যাত কাদের সিদ্দিকীর।
১৯৯০ সালে টাঙ্গাইল হানাদার মুক্ত দিবস প্রথম পালন করে সপ্তসুর সাংস্কৃতিক সংস্থা। পরে কাদেরিয়া বাহিনীর উদ্যোগে দিবসটি জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হতে থাকে। ১১ ডিসেম্বর শুরু হয়ে ১৬ ডিসেম্বর বিজয় দিবস পর্যন্ত ৬ দিনব্যাপী অনুষ্ঠান করে তারা। ২০১২ সালে কাদেরিয়া বাহিনী শেষ অনুষ্ঠান করে।
ওই বছর কাদের সিদ্দিকী ঘোষণা দেন কাদেরিয়া বাহিনীর উদ্যোগে টাঙ্গাইলে আর হানাদার মুক্ত দিবস পালন করা হবে না। এরপর থেকে টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে দিবসটি উদযাপিত হচ্ছে। এতদিন শহীদ মিনারে সীমিত আকারে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হলেও এবারই শহীদ স্মৃতি পৌর উদ্যানে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করা হচ্ছে। ৬ দিনব্যাপী এ অনুষ্ঠানে রাজনীতিবিদ, মন্ত্রী-এমপি, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সঙ্গীতশিল্পীসহ বরেণ্য ব্যক্তিদের নাম আমন্ত্রণ কার্ড রয়েছে। শুধু নাম নেই কাদেরিয়া বাহিনীর প্রধান কাদের সিদ্দিকীর!
১৯৭১ সালের ১১ ডিসেম্বর কাদেরিয়া বাহিনীর নেতৃত্বে পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় টাঙ্গাইল শহর। টাঙ্গাইলের মানুষ মুক্তির আনন্দে উদ্বেল হয়ে উঠে। চারদিক প্রকম্পিত হয় জয় বাংলা স্লোগানে। কাদেরিয়া বাহিনী-প্রধান কাদের সিদ্দিকীর নিয়ন্ত্রণে চলে আসে সবকিছু। কাদেরিয়া বাহিনীর যোদ্ধারা জামালপুর-টাঙ্গাইল-ঢাকা সড়কের বিভিন্নস্থানে অবস্থান নেন যাতে ভারতীয় মিত্রবাহিনীর যোদ্ধারা বিনা বাঁধায় ঢাকার দিকে অগ্রসর হতে পারেন।
আমন্ত্রণ কার্ড বিষয়ে কথা হয় টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরনের সঙ্গে। তিনি পরিবর্তন ডটকমকে বলেন, কাদের সিদ্দিকী মুক্তিযুদ্ধের জন্য বিরাট ভূমিকা রেখেছেন। কাদের সিদ্দিকী নিজেই আর টাঙ্গাইল হানাদার মুক্ত দিবস পালন করবেন না বলে ঘোষণা দেন। এরপর থেকেই পৌরসভার উদ্যোগে টাঙ্গাইল মুক্ত দিবস উদযাপিত করছি। তবে সবাইকে নিয়ে একসাথে অনুষ্ঠান করার ইচ্ছা আছে।
কার্ডে তার নাম না থাকার বিষয়ে তিনি বলেন, আমি কার্ড করিনি। আমি শুধু আয়োজকের কাজ করছি।
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন