আমরা বাড়ি ফিরে যেতে চায়, এই কাজ আমরা করবো না..!
শিলা আর নাজিরা। একই গ্রামের সম্পর্কের বোন হয়। দুজনই ৪র্থ শ্রেণিতে পড়ে। বাড়ি নীলফামারী জেলার জলঢাকা উপজেলায়। আনুমানিক ৬ দিন আগে জোসনা নামের তাদের এক দাদী ঢাকায় বেড়ানোর কথা স্কুল থেকে ডেকে নিয়ে চলে আসে চট্টগ্রামে। এরপর ঘটে অন্য ঘটনা।
শিলা জানায়, একটি বড় বাসস্টেশনে নামার পর তাদের সেই দাদি একটি বাসায় নিয়ে যায়। সেখানে গিয়ে তাদেরকে কাজ করতে বলে। বেড়াতে এসে কাজ করার কথা জানতে চাইলে মারধর শুরু করে। এরপর দাদিকে আর খুঁজে পাওয়া যায়নি।
গত ৬ দিন ধরে তাদেরকে নানা ধরনের নির্যাতন করা হয়েছে বলে জানায় শিলা ও নাজিরা। পরে দুজনেই কৌশলে বাসা থেকে পালিয়ে আসে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে চট্টগ্রাম মহানগরীর সিটি গেইটস্থ সাবেক মেয়র মনজুর আলমের বাড়ির সামনের পুকুর পাড়ে বসে থাকতে দেখে কেয়াটেকার মিন্টু সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তাদের বাড়ি নীলফামারীতে। পরে সীতাকুণ্ডের সংসদ সদস্য দিদারুল আলমের পরামর্শে একটি পরিবারের কাছে রাখা হয়। বর্তমানে তারা সেখানেই আছে।
ভয়ে কোনো প্রশ্নের দিচ্ছে না শিলা ও নাজিরা। কেবলই চুপ করে মাথা নিচু করে রাখছে। চোখে মুখে আতঙ্কের ছাপ। ধারণা করা হচ্ছে তাদের সেই দাদি কৌশলে বিক্রি করে দিয়ে পলিয়ে গেছে।
শিলা জানায়, তার বাবার নাম শহীদুল, পেশায় কৃষক। তারা ৩ বোন ১ ভাই । সে বিলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণিতে পড়ে। নীলফামারীর জলঢাকায় তাদের বাড়ি। বড় বোনের নাম শারমিন আর ছোট বোনের নাম সুমাইয়া। মোখলেস নামে এক চাচা আছেন।
নাজিরা জানায়, তার বাবার নাম জানিয়া। মা আনিছা বেগম ২ বোন এক ভাইয়ের মধ্যে সে দ্বিতীয়। তার বড় বোনের বিয়ে হয়ে গেছে। বাবা পেশায় কৃষক। জলঢাকার বিন্নাকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সেও ৪র্থ শ্রেণিতে পড়ে। স্কুলের প্রধান শিক্ষকের নাম সেলিম।
এর বাইরে আর কোনো তথ্য জানাতে পারছে না মেয়ে দুটি। তবে ওরা এখন বাড়ি ফিরে যেতে চায়। তাদের সঠিক অভিভাবকের খবর পাওয়া গেলে এ নম্বরে (০১৮৩৬৫৬৯৯৮৯) যোগাযোগের জন্য অনুরোধ করা হলো।
এই সংক্রান্ত আরো সংবাদ
ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন