‘আমাকে ভাত খাওয়াবে কে?’
‘ও আমার জীবন, আমার সম্পদ ও আমার বাড়িঘর। ও যে গেল আমার রক্ত পরীক্ষার জন্য টিউব কিনতে। আর এলো না। এখন আমার কী হবে, আমাকে ভাত খাওয়াবে কে?’
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাগানমাঠ গ্রামের জাকির হোসেন কেবলই কাঁদছিলেন আর এসব বলছিলেন।
আজ শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সের চাপায় শিশুসহ চারজন নিহত হন। এর মধ্যে একজন জাকিরের স্ত্রী সূর্য বেগম আমেনা। তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ওই ঘটনায় আহত হয়েছে জাকিরের সাত বছর বয়সী ছেলে সজীব। পা ভেঙে যাওয়ায় সজীব এখন হাসপাতালে চিকিৎসাধীন।
দুই মাস আগে জাকির চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত হন। তার পর থেকে ঢাকা মেডিকেলে তাঁর চিকিৎসা চলছে। স্বামীর সেবা করার জন্য সন্তান নিয়ে স্বামীর পাশে থাকতেন সূর্য বেগম। শনিবার তাঁর রক্ত পরীক্ষার কাজে হাসপাতাল থেকে বের হয় মা ও ছেলে। এর পরেই ঘটে ওই দুর্ঘটনা।
জাকির বলেন, ‘আমার স্ত্রী মইরা গেছে। আমার সন্তান সজীবকে দেখতে যাব তাও পারি না। আমি নিজেই পঙ্গু। আমি হাঁটতে পারি না।’
থেমে থেমে জাকিরের শোক বাড়ে। মাঝেমধ্যেই শোকে চিৎকার করেন জাকির। চিৎকার করে বলেন, ‘কেউ আমাকে আমার স্ত্রীর-সন্তানদের কাছে নিয়ে যায় না।
এই সংক্রান্ত আরো সংবাদ
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন