আমার বিয়ের খবর মিথ্যা, আমি সত্যিই এখনো বিয়ে করিনি : হ্যাপি
আলোচিত মডেল-অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি নিজেকে দীর্ঘদিন মিডিয়া থেকে আড়াল করে রেখেছেন। গতকাল মঙ্গলবার হঠাৎ করে গণমাধ্যমে প্রকাশ পায় হ্যাপি বিয়ে করেছেন। কিন্তু অনলাইনের কাছে বিয়ের কথা অস্বীকার করেছেন হ্যাপি।
হ্যাপি বলেন, ‘আমার বিয়ের খবর মিথ্যা। আমি সত্যিই এখনো বিয়ে করিনি। বিভিন্ন অনলাইন পত্রিকায় প্রকাশিত আমার বিয়ের খবর পড়েছি। সেখানে লেখা হয়েছে, আমার বোন ও প্রতিবেশীরা জানিয়েছেন আমি বিয়ে করেছি। কিন্তু দেখুন, আমি নিজে তো এ কথা বলিনি। তবে এটা সত্যি, পরশুদিন পাত্রপক্ষ আমাকে দেখতে এসেছিলেন। কিন্তু বিয়ে ঠিক হয়নি। আর পাড়া-প্রতিবেশীদের আমরা খাবার দিয়েছি, এই ঘটনাও সত্য। তবে সেটা কোনো উপলক্ষ ছাড়াই। প্রতিবেশীদের তো মাঝে মাঝে এমনিতেই সবাই খাবার দেয়। আমরাও তাই করেছি।’
হ্যাপির বোন পপির বরাত দিয়ে অনেক গণমাধ্যম বিয়ের খবরটি ছাপিয়েছে। এ বিষয়ে হ্যাপি বলেন, ‘আসলে আমার বোন অনেক ছোট। ও বোঝে কম। আমাকে পাত্রপক্ষ দেখতে এসেছিলেন তাই ও ভেবেছে বিয়ে হয়তো হবে। তাই সাংবাদিকদের ফোন পেয়ে ও হয়তো ভুল করে আমার বিয়ের খবর দিয়েছে। কিন্তু আমি বিয়ে করে ফেলেছি এ নিয়ে নিউজ হবে এটা ও আশা করেনি। কারণ আমার বিয়ের কোনো পাকা কথা হয়নি।’
বিয়ে করার পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে হ্যাপি বলেন, ‘চলতি বছরে বিয়ে করার ইচ্ছে আছে। বাকিটা আল্লাহর ইচ্ছা। আমি বিয়ে করলে সবাইকে জানাব। তবে আমি আবারও বলছি এই বিয়ের খবর সত্য নয়।’
চলতি বছর বিয়ে করার পরিকল্পনা করলেও মিডিয়ায় আবার ফেরার কোনো ইচ্ছা হ্যাপির নেই, এমনটাই জানালেন তিনি। এনটিভি
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন