আমার লুকোনোর কিছু নেই: আনুশকা

ঠোঁট নিয়ে বেশ বিপাকেই আছেন আনুশকা। আবারো নিজের ঠোঁটের কাজ নিয়ে কথা বলে শিরোনাম হলেন আনুশকা শর্মা। ভয়েগ ম্যাগাজিনকে দেয়া এবং সাক্ষাৎকারে নিজের ঠোটের কাজের বিষয়টি টেনে তিনি বলেন, ভক্তদের উদ্দেশ্যে এটুকুই বলতে চাই- আমি মানুষ এবং নিখুঁত নই।
বম্বে ভেলভেটে অভিনয়ের কাজে ব্যবহারের জন্য নিজের ঠোঁটকে বড় করতে হয়েছিল আনুশকার। বিষয়টি নিয়ে বেশ কিছু স্থানে ট্রোল করা হলে আনুশকা জানিয়েছিলেন, মেকআপ করে তিনি এটা করেছিলেন মূলত অভিনয়ের তাগিদে। এরপরও বিষয়টি নিয়ে আলোচনা চলতে ধাকে দীর্ঘদিন। প্রায় দুই বছর পর আবারো বিষয়টি উঠে আসল তার এক সাক্ষাৎকারে।
আনুশকা তার সাক্ষাৎকারে বলেন, আমার লুকোনোর কিছু নেই। আমার ঠোঁটের কাজ নিয়ে যখন কথা বলেছিলাম, তখন অনেকেই আমাকে সাহসী বলেছিল। কিন্তু (অভিনয়ের জন্য) যেটা করা দরকার, সেটাই আমি করেছি। আমি মিথ্যা বলব না এবং এটাও বলব না ‘আমি করিনি’। বিষয়টির দায়িত্ব আমিই নিয়েছিলাম। ভক্তদের উদ্দেশ্যে বলতে চাই, আমিও মানুষ এবং আমি নিখুঁত নই।
উল্লেখ্য, আনুশকার নতুন সিনেমা ‘সুলতান’ ঈদে মুক্তি পাবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন