আমি আর শুভশ্রী মিলেই ব্রেকআপের সিদ্ধান্ত নিয়েছি : রাজ চক্রবর্তী

পরিচালক রাজ চক্রবর্তী ও শুভশ্রীর মধ্যে বিয়েটা আর হচ্ছে না। ভেঙে যাচ্ছে সম্পর্ক।
রাজ নিজেই এ কথা স্বীকার করেছেন। তার মানে কিছুদিন আগে ভারতের গণমাধ্যমে যে খবর বেরিয়েছিল তা পুরোটা সত্য না হলেও মোটা দাগে সত্য। রাজ নিজেই কলকাতার একটি পত্রিকায় এক সাক্ষাৎকারে জানালেন শুভশ্রী আর তিনি নিজেই আলোচনার মাধ্য এ সম্পর্ক ছেদ টানছেন। তবে কী মিমি সম্পর্কে ঢুকে পড়েছেন?
রাজকে প্রশ্ন করা হয়, আপনার সঙ্গে শুভশ্রীর সম্পর্ক আছে না নেই? এই মুহূর্তে আমি সিঙ্গল। কি বিয়ে করছেন কি না? এই প্রশ্নের জবাবে রাজ বলেন, না। আমার আর শুভশ্রীর মধ্যে সম্পর্ক ছিল এটা সত্যি। কিন্তু কিছু সমস্যা হচ্ছিল। শুভ খুব ভালো মেয়ে। আসলে আমাদের মধ্যে অনেক লোকজন ঢুকে প়ড়ল। কিছু পরিচিত লোক নানা রকম গেম খেলতে লাগল। আমাকে এক রকম কথা বলছে তার পর অন্য জায়গায় গিয়ে সেটা ঘুরিয়ে বলছে। এগুলো ক্রমশ পরিবারকে এফেক্ট করতে থাকল। সেখানে দাঁড়িয়ে মনে হল, আমি আর বিষয়টা ব্যালান্স করতে পারছি না। এই সমস্যাটা আমাদের দু’জনেরই হল। আর একটা জিনিস, ইন্ডাস্ট্রির প্রচুর মানুষ চাইছিল না, আমাদের সম্পর্কটা টিকে থাকুক।
রাজ চক্রবর্তী বলেন, আমি আর শুভশ্রী রিলেশনে ছিলাম আর আমরা দু’জনে মিলেই ব্রেকআপের সিদ্ধান্ত নিয়েছি। দু’জনেই এখন কাজকে প্রায়োরিটি দিতে চাই। আমাদের বাড়ির লোকজনও সাফার করছিল। এত ঝামেলা করে একটা সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার মানে হয় না। শুভশ্রীর সঙ্গে ব্রেকআপ নিয়ে মিমি কী বলছেন? রাজ বলেন, মিমির সঙ্গে আমার কথা হয়নি। আর জটিলতা বাড়াতে চাইছি না।
মিমির সঙ্গে আপনার ব্রেকআপের পর প্রথম দিকে তো কথাবার্তা ছিল না। পরে আবার সেটা শুরু হয়? রাজের উত্তর দেখুন, আমাদের সম্পর্ক ছিল চার বছর। আমরা ভাল বন্ধু ছিলাম। তাই মিমির সঙ্গে বিচ্ছেদ হয়ে যাওয়ার পরও ওর প্রতি কোনও তিক্ততা ছিল না। শুভশ্রীর সঙ্গে সম্পর্ক নেই মানে, ওর প্রতি আমার শ্রদ্ধা চলে গিয়েছে তা তো নয়।
মিমির সঙ্গে কি নতুন করে সম্পর্ক তৈরি হয়েছে? এই প্রশ্নের উত্তরে রাজ বলেন, আমার মনে হয়, বন্ধুত্ব রাখাই ভাল। আর কোনও সম্পর্কে যেতে চাই না।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন