সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আমি কারও ফেভার নিয়ে নির্বাচন করতে চাই না: আইভী

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জ ক্লাবে ইসি আয়োজিত এক মতবিনিময় সভায় বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খানের ভোটে প্রভাব বিস্তারের শঙ্কা প্রকাশ করার প্রেক্ষাপটে তিনি এই আহ্বান জানান।

আইভী বলেন, “যেন একদম সুষ্ঠু নির্বাচন (হয়)। কোনো পোলিং এজেন্ট নিয়ে যে শঙ্কা উনি (বিএনপি প্রার্থী) প্রকাশ করলেন, সেটা যেন মিথ্যা প্রমাণিত হয়। আমি কারও কোনো ফেভার নিয়ে নির্বাচন করতে চাই না। ”

এ সময় নারায়ণগঞ্জের সদ‌্য বিদায়ী এই মেয়র সেনা মোতায়েন নিয়ে বিএনপি প্রার্থীর দাবির বিষয়েও কথা বলেন। তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য যে কোনো বাহিনীর যদি আপনাদের প্রয়োজন হয়, আপনারা মোতায়েন করবেন, আপনাদের কাছে আমি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন দাবি করছি।

২০১১ সালের নির্বাচনের অভিজ্ঞতা তুলে ধরে আইভী বলেন, “গত নির্বাচনে আমিও আপনার মতো শঙ্কায় ছিলাম। সরকার দলীয় হয়েও আমি নাগরিক কমিটির প্রার্থী ছিলাম, সে সময় সরকার একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছিল।

তিনি আরো বলেন, নির্বাচনের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে পাল্টে গিয়েছিল। সরকার যাকে সমর্থন দিচ্ছিল, সেখানেও কোনো কমপ্রোমাইজ করা হয়নি। গতবারের নির্বাচনে অনেক কেন্দ্রে আমার পোলিং এজেন্ট ছিল না। কিন্তু পাবলিক যে ভোটটা দিয়েছিল প্রিজাইডিং অফিসার গণনা করে সেটা আমার ভোট হিসাবে যোগ করেছিলেন। ”

গতবারের মতো এবারও নারায়ণগঞ্জের মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে বলে আশা প্রকাশ করেন আইভী। তিনি বলেন, আমি যদিও সরকারি দলের প্রার্থী, আমার প্রতীক নৌকা, বিগত ৫ বছর আমি কাজ করেছি প্রতিকূল পরিবেশে। এখানে যারা উপস্থিত আছেন সবাই জানেন, কী ধরনের প্রতিকূলতার মধ্যে আমাকে কাজ করতে হয়েছে। এখনও প্রতিকূলতা পার হতে হচ্ছে। ”

এ ছাড়াও নির্বিঘ্ন ভোট নিয়ে শঙ্কায় থাকা বিএনপি প্রার্থীকে উদ্দেশ করে আইভী বলেন, “যে শঙ্কার কথা সাখাওয়াত ভাই বলেছেন, আমি কি এমন মানুষ? আমার কি কোনো বাহিনী আছে? আমি কি কোনো সন্ত্রাসী লালন করি? আমি কি আপনাদের কারও গায়ে হাত দিতে পারি?”

সাখাওয়াতকে উদ্দেশ করে তিনি আরো বলেন, এখানে নির্বাচন হচ্ছে মূলত আমি এবং আপনার মধ্যে। আপনিও সহিংসতার আশ্রয় নেন না, আমিও কোনো সহিংসতার আশ্রয় নিই না, আমার কোনো বাহিনীও নাই। কিন্তু তৃতীয় পক্ষ এখানে যেন কোনো ধরনের কারসাজি করতে না পারে, সেজন্য আপনাদের কাছে অনুরোধ করছি, সেটা যেন ভালো করে দেখা হয়। ”

সভায় কালোটাকার প্রভাব ঠেকাতে ২৭টি ওয়ার্ডের ২৭টি মোবাইল কোর্ট টিমকে রাতের বেলায়ও সক্রিয় রাখার দাবি জানান আইভী। তিনি বলেন, আমি কোনো টাকা-পয়সা চাই নাই, আমি দলের কাছে এবং নারায়ণগঞ্জের কারও কাছে এখন পর্যন্ত টাকা চাই নাই। কালো টাকার ছড়াছড়ি হোক সেটা আমি চাই না। রাত্রে কালোটাকার ছড়াছড়ি কাউন্সিলের কাছ থেকে অভিযোগ পেয়েছি। ১৯, ২০, ২১ তারিখ রাতেও যেন মোবাইল কোর্ট টিম সক্রিয় থাকে। ”

জেলা প্রশাসক রাব্বী মিয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার হেলাল উদ্দিন, ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান, রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার, পুলিশ সুপার মইনুল হক, বিজিবির ৩৯ ব্যাটালিয়নের প্রধান শামীম ইফতেখার, র‌্যাব-১১’র অধিনায়ক কামরুল আহসানসহ প্রতিদ্বন্দ্বী ৭ মেয়র প্রার্থী।

এই সংক্রান্ত আরো সংবাদ

নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন

নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন

নারায়ণগঞ্জে জেএমবির দুই সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপতৎপরতা ও সহিংস ঘটনা সৃষ্টির সময়ে গ্রেফতার নিষিদ্ধবিস্তারিত পড়ুন

আড়াইহাজারে চেয়ারম্যান প্রার্থী শাহজালালের ভোট বর্জন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে অনিয়ম, জাল ভোট, কেন্দ্রে এজেন্টবিস্তারিত পড়ুন

  • কাউন্সিলর ও তার ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ 
  • দলীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করে নিলেন পাপ্পা গাজী
  • সন্ত্রাসী হামলায় আইনজীবী আহত
  • সোনারগাঁয়ে ভোটকেন্দ্রে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত
  • নারায়নগঞ্জে কলেজ ছাত্রী যৌন হয়রানি ও লাঞ্চনার শিকার
  • নারায়ণগঞ্জে শ্যালিকাকে ধর্ষণের ভিডিও ইন্টারনেটে, দুলাভাই গ্রেপ্তার
  • নারায়ণগঞ্জ ডিবির কর্মকর্তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা
  • নারায়ণগঞ্জে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন
  • নর্দমার ভেতর পাঁচ বছর বয়সী শিশুর গলাকাটা লাশ!
  • সাত খুন: ডেথ রেফারেন্স ও আপিল শুনানিতে বেঞ্চ নির্ধারণ
  • নারায়ণগঞ্জে বজ্রপাতে দুইজনের মৃত্যু
  • নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা