‘আমি বেতনভুক্ত কর্মচারী নই’

অভিনেত্রী প্রসূন আজাদকে আগামী এক বছরের জন্য নিষিদ্ধ করেছে টেলিভিশন নাট্যনির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। অভিনেত্রী ও নির্মাতা রোকেয়া প্রাচীর অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।
এ প্রসঙ্গে প্রসূন আজাদ বলেন, যেহেতু আমি সংগঠনটির বেতনভুক্ত কর্মচারী নই, তাই আমাকে তারা বাদ দিতে পারেন না। শুধু এইসব নোংরা রাজনীতির জন্য আমিই তাদের আমার কাজের তালিকা থেকে মুছে ফেলেছি। দেখুন, পৃথিবীটা অনেক বড়। যে শিল্পী তার দেশকে, তার শিল্পী সত্তাকে শ্রদ্ধা করবে তাদের সকলের উচিৎ নিজেদের ভেতর নোংরামী বন্ধ করে ভালো গল্প নিয়ে চিন্তা করা।
অভিনয়শিল্পী রোকেয়া প্রাচীর অভিযোগের পর ডিরেক্টরস গিল্ড প্রসূন আজাদের সঙ্গে যোগাযোগ করে তিন দিনের সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়। গত ২৮ অক্টোবর কারণ দর্শানোর সময় শেষ হলেও এ বিষয়ে সংগঠনটির সঙ্গে যোগাযোগ করেননি প্রসূন। এ কারণে আগামী এক বছর ডিরেক্টরস গিল্ডের কোনো সদস্য তাকে নিয়ে প্রোডাকশন নির্মাণ করতে পারবেন না বলে জানা গেছে।
সম্প্রতি ‘স্বপ্ন সত্যি হতে পারে’ শিরোনামের নাটকের শিডিউল ফাঁসানোর অভিযোগ উঠে অভিনেত্রী প্রসূন আজাদের বিরুদ্ধে। অভিনেত্রী-নির্মাতা রোকেয়া প্রাচী তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ অভিযোগ তোলেন।
তারপর প্রসূন তার ফেসবুকে এ বিষয়ে দীর্ঘ স্ট্যাটাস দেন। এরপর থেকেই এ নিয়ে জলঘোলা শুরু হয়। তারপর ডিরেক্টরস গিল্ড, টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও অভিনয়শিল্পী সংঘে প্রসূনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন প্রাচী।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন