শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আমি ভার্সিটিতে পড়লে লোকে আম্মুর বয়স বেশী ভাববে, তাই…

কিছু কিছু মানুষ থাকে যারা ভীষন অবহেলিতভাবে বড় হয়। আমিও সেই দলের। আমার দুই ভাই এক বোনের মধ্যে আমি ভীষন অবহেলিতভাবে বড় হয়েছি। নবম শ্রেনীতে থাকা অবস্থায় প্রথম টের পাই পরিবারের সবার চেয়ে আম্মু আমাকে আলাদা চোখে দেখে। আমার অন্য ভাই-বোনরা যা না চাইতে পেত আমাকে তা অনেক কান্নাকাটি, মিনতি করে পেতে হতো। বছরে আপুকে দশটা জামা কিনে দিলে আমাকে দিত একটা। আমার বড় বোন একটি স্বনামধন্য কলেজে পড়ে, আমিও একই কলেজে চান্স পাওয়ার পরও আমাকে পড়তে দেয়া হয়নি। আমার বোন এখন প্রাইভেট ভার্সিটিতে বি.বি.এ পড়ছে কিন্তু আমি সরকারী ভার্সিটিতে চান্স পাওয়ার পরও আম্মু আমাকে পড়াশোনা করতে নিষেধ করল। কেননা দু বোন একই সাথে ভার্সিটিতে পড়লে নাকি আপুর বয়স বেশী ভাববে!
আমার নিজের পায়ে দাঁড়ানোর অদম্য ইচ্ছে তাই বাসার কাউকে না জানিয়ে বিভিন্ন জায়গা থেকে টাকা ধার করে ভার্সিটিতে ভর্তি হই। নিজের পড়াশোনার খরচ টিউশনি করে চালাতে হচ্ছে। আমার বাবা ব্যবসায়ী। আমাদের আর্থিক অবস্থা বেশ ভালোই অথচ যাতায়াত খরচ আর ভালো কাপড়ের অভাবে আমি নিয়মিত ক্লাস করতে পারিনা। আম্মুর কাছে হাত খরচ চাইলেই বলে টিউশনির টাকা আছেনা! কিন্তু , ওই সামান্য টাকায় সেমিস্টার ফি ও দিতে পারি না। জানিনা সামনের দিনগুলো কি করে পার করব!
আমি কষ্ট করতে রাজী কিন্তু , বাবা মায়ের এই বৈষম্যমূলক আচরণ গুলো ভীষন কষ্ট দেয়। প্রায়ই ইচ্ছে হয় ডি.এন.এ টেস্ট করতে। কিছুতেই তাদের মন যোগাতে পারিনা। এত হতাশ লাগে যে ভেতরে ভেতরে প্রতিনিয়ত ভেঙে পড়ছি।

১. পরামর্শ-

আপু,
তোমার কথা শুনে খুব দুঃখ পেলাম, নিশ্চয় এর মাঝে একটা সত্য লুকিয়ে আছে যেটা তুমি জানোনা।
কারন সত্যিকারের মা কখনো তার সন্তানের জন্য এমন দ্বিমুখী আচরন করতে পারেনা।
আজ না হয় কাল তুমি সত্যটি জানতে পারবে।
তুমি প্রতিনিয়ত এমন কষ্ট আর অবহেলার স্বীকার হচ্ছো সেটা সত্যি খুব বেদনাদায়ক,
কিন্তু তুমি জানতো প্রত্যেক মানুষেরই জীবনে এমন এমন সব কষ্ট থাকে যেগুলো কাউকে বলা যায়না,
কিন্তু তুমি বলেছো , বলেছো নিজের ভেতরে লুকিয়ে থাকা কষ্টগুলি।
এটা তোমার মনের শক্তি।
আর এত বাধা পেড়িয়ে তুমি এগিয়ে যাচ্ছো, এত সীমাবধ্যতা থাকা সত্বেও তুমি পড়াশোনা করছো,
নিজেকে যোগ্য করে গড়ে তোলার চেষ্টা করছো এত সব দুঃখ কষ্টকে মাথা পেতে নিয়ে।
এটাযে কত বড় ব্যাপার তুমি জানোনা।
যত কষ্টই হোক তুমি পড়াশোনা চালিয়ে যাবার চেষ্টা করো।
এবং তোমার পড়াশোনার ক্ষতি না হয় এমন একটা কিছু করার চেষ্টা করো যাতে নিজের আর্থিক সমস্যা গুলো মেটাতে পারো।
পাশাপাশি ভাল মানুষের সাথে একটা বন্ধুত্বপুর্ন সম্পর্ক রাখো যেখান থেকে তুমি বেচে থাকার অনুপ্রেরনা পাবে।
নিজের ভাল থাকার একটা জগত তৈরী করো যাতে তোমার পথ চলা আরো অনেক সহজ হয়ে ওঠে।
দেখবে তুমি তোমার এই কষ্টের মুল্য একদিন পাবেই।
নিজেকে ভালোবাসো, এত বাধা বিপত্তির মধ্যেও নিজের এগিয়ে যাওয়ার চেষ্টার জন্য গর্বিত হও।
কখনো ভেংগে পড়োনা আপু।
সামনে সুদিন আসবেই, দেখে নিও।

২. পরামর্শ-

আপু, আমি খুবই অবাক হলাম তোমার চিঠি পেয়ে। নিজের মেয়েকে কেউ ভার্সিটিতে পড়ায় না কেবল এই ভেবে যে মায়ের বয়স বেশি লাগবে, এটা আসলেই অবাক করার মত। আমি তোমাকে মিথ্যা আশ্বাস দিব না। তাই সত্যি বলি। আমারও মনে হচ্ছে যে এর মাঝে অন্য কোন কাহিনী আছে যা তুমি জানো না। একজন মা তাঁর দুটি মেয়ের একজনকে ভালবাসবেন, আরেকজনকে ঘৃণা করবেন এটা হতেই পারে না। তুমি চাইলে তোমার পিতার সাথে কথা বলতে পারো। কিন্তু আমার মনে হয় না লাভ হবে। সরকারীতে চান্স পেয়েও তোমাকে পড়তে দেয়নি, এটাই প্রমাণ করে যে যাকে নিজের মা হিসাবে জানো, তিনি হয়তো তোমার আপন মা নন। এমনও হতে পারে তুমি তোমার পিতার আগের পক্ষের সন্তান।
যাই হোক আপু, এগুলো সবই ধারণা। তবে এসব তো মানুষের জীবনেই হচ্ছে। তুমি একদম মন খারাপ করবে না। ধরে নাও পৃথিবীতে তুমি নিজেই কেবল নিজের আপন। ভার্সিটিতে ভর্তি হয়ে নিজের যোগ্যতায় পড়ছ, এটা খুবই চমৎকার ব্যাপার। আজকা স্টুডেন্টরা অনেক পার্ট টাইম জবের সুযোগ পায়। তুমি চমৎকার বাংলা লেখ, অনলাইন মিডিয়া গুলোতে বা পত্রিকায় ফ্রি ল্যান্সার হিসাবে কাজ করতে পারো। তাতে উপার্জন একটু বেশী হবে। যত যাই হোক, হাল ছাড়বে না আপু। তুমি একজন মেধাবী তরুণী। মেয়েদের জন্য এই সমাজটা খুব কঠিন জানি। কিন্তু তারপরও আমরা মাথা উঁচু করেই বাঁচব। একেবারে ভেঙে পড়বে না। যার কেউ নেই, তাঁর সৃষ্টিকর্তা আছেন। তুমি এতদুর যখন আসতে পেরেছ জীবনে, ভবিষ্যতেও পারবে। অবশ্যই পারবে। প্রিয়.কম

এই সংক্রান্ত আরো সংবাদ

চা কন্যা খায়রুন ইতিহাস গড়লেন  

চা শ্রমিকদের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়ে সব মহলেই পরিচিত হবিগঞ্জেরবিস্তারিত পড়ুন

চার্জ গঠন বাতিল চেয়ে রিট করবেন ড. ইউনূস

 শ্রমিক-কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড.বিস্তারিত পড়ুন

ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন

  • স্বাধীনতার জন্য সিরাজুল আলম খান জীবন যৌবন উৎসর্গ করেছিল
  • ৫৩ বীর মুক্তিযোদ্ধাসহ ১০৬ জনকে সম্মাননা দিল ‘আমরা একাত্তর’
  • হাতিয়ায় লক্ষাধিক মানুষ পানিবন্দি
  • ৫৭ বছর বয়সে এসএসসি পাস করলেন পুলিশ সদস্য
  • শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ
  • চলে গেলেন হায়দার আকবর খান রনো
  • গফরগাঁওয়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক শামছুন নাহার
  • ‘ও আল্লাহ আমার ইকবালরে কই নিয়ে গেলা’
  • ভিক্ষুকে সয়লাভ নোয়াখালীর শহর
  • কঠিন রোগে ভুগছেন হিনা খান, চাইলেন ভক্তদের সাহায্য
  • কান্না জড়িত কন্ঠে কুড়িগ্রামে পুলিশের ট্রেইনি কনস্টেবল
  • অজানা গল্পঃ গহীন অরণ্যে এক সংগ্রামী নারী