‘আম্পায়াররা সন্ত্রস্ত থাকেন’

ঘরোয়া ক্রিকেটে প্রশ্নবিদ্ধ আম্পায়ারিংয়ের ব্যাধি বহু পুরনো। এন্তার কথা হয়েছে এ নিয়ে। অভিযোগের অন্ত নেই। বোর্ড প্রধান নাজমুল হাসানের কানেও সেসব কথা গেছে।
এতদিন এ নিয়ে মুখ খোলেননি তিনি। কাল আর চুপ করে থাকতে পারলেন না। বিসিবির সভা শেষে স্বীকার করলেন, আম্পায়ারিং নিয়ে যে বিতর্ক হয়, সেটি তিনিও শুনেছেন।
ভা-উত্তর সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেন, ‘দেখি কী করা যায়। এ নিয়ে আলোচনা করেছি আমরা। ইস্যুটা সিরিয়াস।’
এদিন আম্পায়ার ও ম্যাচ রেফারিদের সঙ্গেও সভায় বসেছিলেন নাজমুল হাসান।
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগে এবার প্রতিটি ভেন্যুতে ব্যবহার করা হচ্ছে তিনটি ক্যামেরা। নাজমুল হাসান জানান, প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগেও একই ব্যবস্থা করা হবে। এদিকে গত ১১ এপ্রিল দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগে লালমাটিয়া ক্লাব ও অ্যাক্সিওম ক্রিকেটার্সের ম্যাচে চার বলে ৯২ রান নিয়ে তদন্ত করা হয়েছে। বিষয়টি আরও খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিসিবি।
কমিটির তিন সদস্য হলেন- বিসিবির পরিচালক জালাল ইউনুস, আকরাম খান এবং শেখ সোহেল। তিনদিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে কমিটিকে।
নাজমুল হাসান বলেন, ‘এমনিতে পরিচালক ও ক্লাবের ভয়ে আম্পায়াররা সন্ত্রস্ত থাকেন। তার ওপর নানা চাপ থাকে তাদের ওপর।’
শনিবারের সভায় ক্রিকেটারদের মাসিক বেতন এবং ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্তের পাশাপাশি আম্পায়ারদের ম্যাচ ফি বাড়ানোরও নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। এদিকে আম্পায়ারদের কমিটির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে বিসিবি পরিচালক শেখ সোহেলকে। বোর্ড পরিচালক নাজমুল করিম টিংকুর মৃত্যুতে এই পদ শূন্য হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন