আরবি বলায় লাথি মেরে নামানো হলো বিমানযাত্রীকে!
টেলিফোনে মায়ের সঙ্গে আরবি ভাষায় কথা বলার জন্য ডেল্টা এয়ারলাইন্সের ফ্লাইট থেকে লাথি মেরে নামিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ইউটিউব তারকা আদম সালেহ তাঁর ইউটিউব অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিওতে এ দাবি করেছেন। ভিডিওতে এ সময় তাঁর পাশে এক বন্ধু ছিলেন, যাঁকে তিনি স্লিম নামে সম্বোধন করছিলেন এবং আশপাশে অন্য যাত্রীদের সঙ্গে ডেল্টা এয়ারলাইন্সের একজন কর্মীকেও দেখা যাচ্ছিল।
ইউটিউবে সালেহের এই কৌতুক চ্যানেলের গ্রাহকের সংখ্যা ১৬ লাখেরও বেশি।
ভিডিওতে দেখা যায়, সালেহ সহযাত্রীদের বলছেন, ‘আমি এখনই কান্না করব। তোমরা বর্ণবাদী। আমি এটা বিশ্বাস করতে পারছি না। ভিন্ন ভাষায় কথা বলার কারণে কি ছয়জন সাদা মানুষ আমরা দাড়িওয়ালা পুরুষদের বিরুদ্ধে লেগেছে?’
সালেহ যাত্রীদের মধ্যে কয়েকজন সমর্থক পেয়ে যান। এদের মধ্যে একজন বলেন, ‘এটি খুবই অপ্রত্যাশিত, কেন তাঁরা তাঁকে লাথি মেরে বের করে দিচ্ছে?’
সালেহ বলেন, ‘আমি আরবি ভাষায় আমার মায়ের সঙ্গে কথা বলার পর স্লিমের সঙ্গে কথা বলছিলাম। এ সময় তারা আমাদের লাথি মেরে বের করে দেয়।’
ভিডিওতে সালেহ আরো বলেন, ‘আমি এই বিষয়টি শেষ হতে দেব না। আমি এ ব্যাপারে কথা বলব এবং বিমানে যে কেউ যেন যে কোনো ভাষায় কথা বলতে পারেন তা নিশ্চিত করব।’
ডেল্টা এয়ারলাইন্সের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কেবিনে ঝামেলা করার জন্য দুই যাত্রীকে ফ্লাইট থেকে নামানো হয়েছে। তাদের কারণে ২০ জন যাত্রী অস্বস্তির মধ্যে পড়েছিলেন। আসলে কী ঘটেছে আমরা তা পর্যালোচনা করে দেখব। বৈষ্যমের অভিযোগ আমরা খুব গুরুত্বের সঙ্গে নিয়েছি। আমাদের সংস্কৃতি হচ্ছে সবাইকে সম্মান দেওয়া।’
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন