আরেকটি শৈত্যপ্রবাহ আসছে
গত মাসের শেষভাগে শীত বিদায়ের কথা বললেও সপ্তাহখানেকের মধ্যে আরেকটি মৃদু শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ বুধবার বলেন, চলতি মাসের প্রথমার্ধে মৃদু শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে।
মাঘ মাসের বাকি নয় দিনের মধ্যেই বৃষ্টি ঝরে তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহও বয়ে যেতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
মাসের শেষার্ধে দুয়েকদিন বজ্রসহ ঝড়ের পূর্বাভাসও রয়েছে।
এদিন আবহাওয়া অধিদপ্তরের ফেব্রুয়ারি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়, এ মাসে দুই/তিন দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রথমার্ধে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।
শৈত্যপ্রবাহ চলাকালে দেশের নদ-নদীর অববাহিকা ও অন্যত্র সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
জানুয়ারিতে দেশের উপর দিয়ে দুটি শৈত্যপ্রবাহ বয়ে যায়। ১১ থেকে ১৩ জানুয়ারি প্রথম শৈত্যপ্রবাহ ছিল মৃদু আকারের; এসময় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
২৩ থেকে ২৮ জানুয়ারি দ্বিতীয় শৈত্যপ্রবাহটি মৃদু থেকে মাঝারি আকারে রূপ নেয়। ২৫ জানুয়ারি গোপালগঞ্জ অঞ্চলে তা তীব্র শীত দিয়ে যায়, এসময় সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়।
ওই শৈত্যপ্রবাহ চলার মধ্যে গত ২৪ জানুয়ারি আবহাওয়া অধিদপ্তর বলে, এ শীত কেটে গেলে চলতি মৌসুমে আর শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার শঙ্কা নেই।
এই সংক্রান্ত আরো সংবাদ
ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন