আরো ছয় সপ্তাহ বাড়লো ফখরুলের জামিনের মেয়াদ
নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের মেয়াদ আরো ছয় সপ্তাহ বাড়িয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ সোমবার এ আদেশ দেন।
ফখরুলের পক্ষে আদালতে শুনানি করেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন। অপরিদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মমতাজ উদ্দিন ফকির।
গত ২৩ আগস্ট আট সপ্তাহের জামিন বাড়াতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবেদন করেন। শুনানি শেষে আজ সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তার জামিনের মেয়াদ আরো ছয় সপ্তাহ বৃদ্ধি করেন।
গত ১৩ জুলাই আপিল বিভাগ ছয় সপ্তাহের জামিন দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। পল্টন থানার ওই তিন মামলায় জামিনের মেয়াদ শেষে ফখরুলকে আবার বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলেছিলেন সর্বোচ্চ আদালত।
পরে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান ফখরুল। বর্তমানে সেখানেই অবস্থান করছেন তিনি।
ফখরুলের আইনজীবী সগীর হোসেন লিয়ন জানান, সোমবার শুনানি শেষে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আবেদনটি পাঠিয়েছেন চেম্বার বিচারপতির আদালত। এ ব্যাপারে আজ শুনানির দিন ধার্য করা হয়েছে।
গত ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাব থেকে বের হওয়ার পর আটক হন ফখরুল। ছয় মাস কারাবন্দি থাকার পর ১৩ জুলাই আপিল বিভাগের আদেশে জামিনে মুক্তি পান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন