সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘আর বেঁচে থাকা সম্ভব নয়, বিদায়’

সিরিয়ার আলেপ্পো শহরে গত শনিবার থেকে চলছে সরকারি বাহিনীর অভিযান। বিদ্রোহীদের দখল থেকে আলেপ্পোর পূর্বাঞ্চলকে উদ্ধারে চলা এ অভিযানে চলছে ব্যাপক ধ্বংসযজ্ঞ। গুলি-বোমার সঙ্গে আক্রান্ত শহরবাসীর আর্তচিৎকারে ভারি হয়ে উঠছে আলেপ্পোর আকাশ-বাতাস। আহত হয়েছে কমপক্ষে পাঁচজন।

আক্রান্তদের মধ্যে রয়েছে ফাতেমা নামের এক নারীর পরিবারও। আলেপ্পো শহরের পূর্বাঞ্চলে তিন সন্তানকে নিয়ে বসবাস করেন তিনি। শহরের এই অংশটি রয়েছে বিদ্রোহীদের দখলে।

গত রোববার রাতে এক বোমা হামলায় নিজ চোখের সামনে তাদের বাড়িটি ধ্বংস হতে দেখে ফাতেমার পরিবার।

হামলার ঘটনার বর্ণনা দিতে গিয়ে ফাতেমা বলেন, রোববার সন্ধ্যায় শহরে বিমান হামলা চালানো হয়। ওই সময় তাঁদের বাড়িতে একটি বোমা সরাসরি আঘাত হানে। এতে বাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। পরে তারা গোলাবর্ষণ থামার অপেক্ষায় রাস্তায় আশ্রয় নেন।

রোববার হামলা চলাকালে ফাতেমা সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে লেখেন, ‘শেষ বার্তা, আমরা এখন তীব্র বোমাবর্ষণের মধ্যে রয়েছি। আর বেঁচে থাকা সম্ভব নয়। আমরা মারা গেলে, শহরের ভেতরে যে দুই লাখ বাসিন্দা রয়েছে, তাঁদের কথা সবার কাছে জানিয়ে দিও। বিদায়।’

হামলা শেষে টুইটারে একটি পোস্ট করে ফাতেমার মেয়ে বানা আলাবেদ। ওই পোস্টে সাত বছর বয়সী বানা লেখে, ‘এই রাতে আমাদের কোনো বাড়ি নেই। সেটি বোমায় ধ্বংস হয়ে গেছে। আমি ধ্বংসস্তূপের মধ্যে আছি। আমি মৃত্যু দেখেছি এবং আমিও প্রায় মারাই যাচ্ছিলাম।’

চলতি বছরের সেপ্টেম্বরে বানাকে একটি টুইটার অ্যাকাউন্ট খুলে দিয়েছিলেন ফাতেমা। তিনি জানান, সরকারি বাহিনী আলেপ্পো পুনর্দখলের অভিযান চালানোর পর থেকে সেখানে দুর্বিষহ পরিস্থিতি বিশ্ববাসীর কাছে তুলে ধরাই ছিল অ্যাকাউন্ট খুলে দেওয়ার উদ্দেশ্য।

যুক্তরাজ্যভিত্তিক একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে, চলতি সপ্তাহে শুরু হওয়া সরকারি বাহিনীর এ অভিযানের পর থেকে হাজার হাজার মানুষ বিদ্রেহীদের নিয়ন্ত্রিত আলেপ্পো ছাড়ছে।

এ বিষয়ে সরকারি বাহিনীর পক্ষ থেকে বলা হয়, বিদ্রোহীদের অধিকৃত এলাকা থেকে বাসিন্দারা যেন নিরাপদে সরে যেতে পারেন, সে ব্যবস্থা করেছে তারা।

এই সংক্রান্ত আরো সংবাদ

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল

আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬

ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন

ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত

গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন

  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প
  • ওমানে বন্দুকধারীর হামলায় মসজিদের কাছে   ৪জন নিহত
  • ট্রাম্পকে গুলি করা ব্যক্তি দলের নিবন্ধিত ভোটার
  • প্রেসিডেন্ট মাসুদকে সতর্কতা ইরানিদের 
  • ভারতের সঙ্গে চুক্তিতে দেশের মানুষের আস্থা প্রয়োজন
  • ভারত আমাদের রাজনৈতিক বন্ধু, চীন উন্নয়নের : কাদের
  • ইসরায়েলে মুহুর্মুহু রকেট হামলা ইসলামিক জিহাদের
  • প্রথম বিতর্কের পর ট্রাম্পের দিকে ঝুঁকছেন দোদুল্যমান ভোটাররা!
  • রেবন্ত রেড্ডি এবং চন্দ্রবাবু নাইডু বৈঠক নিয়ে নানা জল্পনা
  • স্টারমারের দুঃখ প্রকাশের পরও বাংলাদেশি কমিউনিটিতে ক্ষোভ