আলু উত্তোলনে ব্যস্ত সিরাজদিখানের কৃষকেরা
আব্দুলাহ আল মাসুদ (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:
মুন্সিগঞ্জ জেলার আলু উৎপাদনকারী উপজেলা সিরাজদিখান । গোটা জনপদে এখন আলু উত্তোলনে ব্যস্ত কৃষকরা। এ উপজেলার প্রধান অর্থকরী ফসল আলু। তাই সিরাজদিখান এবার ৯ হাজার ৬০০’শত হেক্টর জমিতে আলু আবাদ হয়েছে।
গত-বছরের তুলনায় এবার আলুর বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। উপজেলায় পুরোদমে আলু উত্তোলন শুরু হয়েছে। ইতিমধ্যে রংপুর, কুডিগ্রাম,জামালপুর, চাপাই নবাবগঞ্জ,কুষ্টিয়া, বরিশালসহ দেশের বিভিন্ন জেলা থেকে নারী ও পুরুষ শ্রমিকরা আসতে শুরু করেছে। যারা আলু মজুদ কিংবা কোল্ড স্টোরে সংরক্ষন করবে তারা আরো ৪-৫ দিন পর থেকে শুরু করবে বলে জানা যায়। তবে থেমে নেই নারী শ্রমিকরাও । সকাল ৭ টা থেকে দুপুর ২টা পর্যন্ত একজন পুরুষ শ্রমিককে ৩ বেলা খাবারসহ ৩০০ টাকা মজুরি দিতে হয়। কিন্তু কৃষকদের দাবি নারী শ্রমিকরাই পুরুষদের সমান আলু উত্তোলন করতে পারে। মহিলা শ্রমিকদের ২০০ টা মজুরি দিয়ে পুরুষ শ্রমিকের সমান কাজ করানো যায়। এতে কৃষকদের আলু উত্তোলন ১০০ টাকা খরচ কমে আসে বলে জানান একাধিক কৃষক। উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়, যেদিকে চোখ যায় সেদিকেই আলু উত্তোলন কাজে শ্রমিকদের কর্ম ব্যস্ততা। বিস্তৃর্ণ জমিতে এখন আলুু উত্তোলন আর জমিতে মজুদ করার চিত্র। উপজেলার প্রধান এই অর্থকারি ফসল আলু নিয়ে কৃষকের ব্যস্ততার যেন শেষ নেই । আলু ভিত্তিক অর্থনীতিকে চাঙ্গা করতে কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে মাঠে কাজ করে যাচ্ছে। কৃষক মো.বাবুল মিয়া জানান, বিষ্টির কারনে বেহত আলু উত্তোলন । এবার আশা করছি কোন ধরনের সমস্যা না হলে আলুতে খরচের চেয়ে দ্বিগুন লাভ হবে। উপজেলার কৃষি স¤প্রসারণ অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা গেছে, সিরাজদিখানে এবছর প্রায় ৯ হাজার ৬০০ হেক্টর জমিতে আলু আবাদ হয়েছে। প্রতি হেক্টর জমিতে ৩৫ টন করে আলু হবে বলে আশাবাদ তারা।
আমরা কৃষকদের আলু তাদের বাড়ীতে মজুদ রাখার নানা পদ্ধতি সম্পর্কে পরামর্শ দিচ্ছি। কোল্ড স্টোরে রাখলে কৃষকদের খরচ বেড়ে যাবে। ঘরোয়া পদ্ধতিতে আলু কয়েক মাস বাড়ীতে মজুদ রাখলে কুষকরা ন্যায্য মূল্য পাবে।
আলু উত্তোলনের পর ন্যায্য মূল্যসহ বিদেশে রপ্তানি, পরিবহন ব্যবস্থা ও হিমাগারে সংরক্ষনের সুযোগ পাবে আলু উৎপাদনের সর্ববৃহত উপজেলার কৃষকরা। এমনটাই প্রত্যাশ্যা এ অঞ্চলের সকল কৃষক ও সর্ব সাধারনের।।#
এই সংক্রান্ত আরো সংবাদ
হঠাৎ বাস বন্ধ, বিপাকে যাত্রীরা
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট এলাকার বাসস্ট্যান্ড থেকে আজ সববিস্তারিত পড়ুন
স্বামীকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ধর্ষণের শিকার গার্মেন্টস কর্মী
মুন্সিগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাট এলাকায় পদ্মার চরে এক গার্মেন্টস কর্মীকেবিস্তারিত পড়ুন
ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন
মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের খাসের হাট এলাকার চাচাতো ভাইয়েরবিস্তারিত পড়ুন